Advertisement

Government Hikes Paddy MSP: ধানের দাম বাড়াল রাজ্য সরকার, বিক্রি করতে পারবেন আরও বেশি

খাদ্য ও সরবরাহ দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজ্য সরকার সাধারণ ধানের (FAQ) ন্যূনতম সহায়ক মূল্য (MSP) কুইন্টাল প্রতি ২ হাজার ৪০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৮৩ টাকা করেছে।

ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়াল রাজ্য সরকারধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়াল রাজ্য সরকার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jul 2023,
  • अपडेटेड 10:27 AM IST
  • ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে ১ হাজার ১৮৩ টাকা করেছে
  • কিষাণ মাণ্ডিতে ধান বেচলে কুইন্টাল প্রতি আরও ২০ টাকা মিলবে

রাজ্যের ধান চাষিদের জন্য সুখবর। ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়াল রাজ্য সরকার। অর্থাৎ চাষিরা এবার আরও বেশি দামে সরকারকে ধান বিক্রি করতে পারবেন। খাদ্য ও সরবরাহ দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজ্য সরকার সাধারণ ধানের (FAQ) ন্যূনতম সহায়ক মূল্য (MSP) কুইন্টাল প্রতি ২ হাজার ৪০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৮৩ টাকা করেছে। এখানেই শেষ নয়, যদি একজন কৃষক তাঁর ধান CPC, DPC বা মোবাইল CPC-তে বিক্রি করেন তাহলে কুইন্টাল প্রতি আরও ২০ টাকা পাবেন। সব মিলিয়ে চাষিরা এক কুইন্টাল ধানের দাম পাবেন ২ হাজার ২০৩ টাকা।

কোথায় ধান বিক্রি করতে পারবেন চাষিরা

খাদ্য ও সরবরাহ দফতরের সমস্ত কিষাণ মাণ্ডি এবং ১০০০ এরও বেশি ক্যাম্পে ও ৫০ টির মতো মোবাইল CPC এর মাধ্যমে চাষিরা ধান বিক্রি করতে পারবেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধান কেনার কাজ চলবে। কৃষকরা সংশ্লিষ্ট জেলার যে কোনও ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে পারবেন। নিজের জেলায় পছন্দের যে কোনও ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করার দিন ঠিক করতে পারেন কৃষকরা। এর জন্য, তিনি তাঁর রেজিস্ট্রেশন নম্বর এবং মোবাইল ওটিপি যাচাইকরণ (হয় আধার লিঙ্কযুক্ত মোবাইল বা নিবন্ধিত মোবাইলের যে কোন একটির মাধ্যমে) করে একটি তারিখ বেছে নিতে পারেন। এছাড়াও কিষাণ মাণ্ডিতে গিয়েও ধান বিক্রির দিন ঠিক করা যাবে।

কত ধান বিক্রি করতে পারবেন

এবার কৃষকদের থেকে আরও বেশি পরিমাণে ধান কিনবে সরকার। এখন আর সর্বোচ্চ ৪৫ কুইন্টাল নয়, ৯০ কুইন্টাল পর্যন্ত ধান সরকারকে বিক্রি করতে পারবেন একজন কৃষক। এর ফলে যে কৃষকেরা কিছু ধান বিক্রি করেছেন তাঁরাও অবশিষ্ট ধান বিক্রি করতে পারেন। যারা এখনও কোনও ধান বিক্রি করেননি তাঁরা একেবারে ৯০ কুইন্টাল পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন।

কৃষকদের সুবিধার কথা ভেবে ধান কেনার পদ্ধতির আরও সরলীকরণ করা হয়েছে। এখন থেকে ধান বিক্রির সময় কৃষকেরা তাঁদের নির্ধারিত দিনে বায়োমেট্রিক প্রমাণীকরণ অথবা আধার লিঙ্ক থাকা মোবাইল নম্বরে প্রাপ্ত OTP যাচাই এর মাধ্যমে ধান বিক্রি করতে পারেন। ধান বিক্রির পর তিনটি কাজের দিনের মধ্যে টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।

Advertisement

TAGS:
Read more!
Advertisement
Advertisement