Advertisement

Pakistan: হাওড়ায় বসে পাকিস্তানকে সমর্থন? FB পোস্ট দেখে তুলে নিয়ে গেল পুলিশ, বাঁকুড়াতেও ধৃত ১

হাওড়ার ডোমজুড়ে সমাজমাধ্যমে পাকিস্তানের সমর্থনে পোস্ট করায় এক যুবককে আটক করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক সম্প্রতি ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাকিস্তানের প্রশংসা করে একটি পোস্ট করেন, যেখানে একটি পাকিস্তানের জাতীয় পতাকার ছবির সঙ্গে লেখা ছিল, ‘পাকিস্তানের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল।’

ওই যুবককে পুলিশ তুলে নিয়ে গেল।-ফাইল ছবিওই যুবককে পুলিশ তুলে নিয়ে গেল।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 May 2025,
  • अपडेटेड 11:28 AM IST
  • হাওড়ার ডোমজুড়ে সমাজমাধ্যমে পাকিস্তানের সমর্থনে পোস্ট করায় এক যুবককে আটক করল পুলিশ।
  • পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক সম্প্রতি ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাকিস্তানের প্রশংসা করে একটি পোস্ট করেন, যেখানে একটি পাকিস্তানের জাতীয় পতাকার ছবির সঙ্গে লেখা ছিল, ‘পাকিস্তানের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল।’

হাওড়ার ডোমজুড়ে সমাজমাধ্যমে পাকিস্তানের সমর্থনে পোস্ট করায় এক যুবককে আটক করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক সম্প্রতি ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাকিস্তানের প্রশংসা করে একটি পোস্ট করেন, যেখানে একটি পাকিস্তানের জাতীয় পতাকার ছবির সঙ্গে লেখা ছিল, ‘পাকিস্তানের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল।’ এই পোস্ট সামনে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ডোমজুর থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ খতিয়ে দেখছে, কেন তিনি এই ধরনের ভারত-বিরোধী পোস্ট করলেন এবং তাঁর সঙ্গে কোনও নিষিদ্ধ সংগঠনের যোগাযোগ রয়েছে কিনা। এছাড়াও, সমাজমাধ্যমে তাঁর অন্যান্য কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে।

ধৃত যুবকের মা মোমিনা বিবি ছেলের পক্ষ নিয়ে বলেন, “আমার ছেলের হয়ে কেউ ভাইরাস করে দিয়েছে। ও কিছু করেনি, ফাঁসানো হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে যুবক নিজের দোষ অস্বীকার করেছেন। তবে তদন্তের স্বার্থে তাঁর মোবাইল ফোন ও সোশ্যাল অ্যাকাউন্ট বিশ্লেষণ করা হচ্ছে। প্রয়োজনে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী বার্তা ছড়ানোর অভিযোগ। ঘটনায় এক যুবককে গ্রেফতারও করেছে পুলিশ। ঘটনাস্থল বাঁকুড়ার রাইপুর। ধৃত যুবকের নাম সফিক খান। 

অভিযোগ, ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরেই বাঁকুড়ার রাইপুর থানার উপরবাঁধা গ্রামের বাসিন্দা সফিক খান নামে এক যুবক নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকউন্ট থেকে দেশের প্রতি অসম্মানজনক পোস্ট করে যাচ্ছিল। বিষয়টি নজরে আসায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান স্থানীয় বিজেপি কর্মীরা। অভিযোগ পেতেই সক্রিয় হয় পুলিশ। রাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। 
 

 

Read more!
Advertisement
Advertisement