Advertisement

বিজয়া সম্মিলনীর মঞ্চে TMC-তে যোগ গেরুয়া নেতার, বিজেপিতে ফের ভাঙন

সোনারপুরে ফের রাজনৈতিক পালাবদল। প্রতাপনগর পঞ্চায়েতের বিজেপি সদস্য কার্তিক সর্দার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার, ১২ অক্টোবর রাজপুর রবীন্দ্রভবনে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত বিজয়া সম্মিলনীর মঞ্চেই হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। 

প্রতীকী ছবি প্রতীকী ছবি
স্বপন কুমার মুখার্জি
  • সোনারপুর,
  • 14 Oct 2025,
  • अपडेटेड 3:48 PM IST

সোনারপুরে ফের রাজনৈতিক পালাবদল। প্রতাপনগর পঞ্চায়েতের বিজেপি সদস্য কার্তিক সর্দার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার, ১২ অক্টোবর রাজপুর রবীন্দ্রভবনে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত বিজয়া সম্মিলনীর মঞ্চেই হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। 

উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র, ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বারিক-সহ তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি ও কর্মী।

বিধায়ক লাভলী মৈত্র বলেন, “তৃণমূল শক্তিশালী কারণ এই দলের নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। উন্নয়নের পথ দেখান তিনিই।” অন্যদিকে কার্তিক সর্দারের বক্তব্য, এলাকার উন্নয়নের স্বার্থে তিনি তৃণমূলেই বেশি ভরসা পাচ্ছেন। বিজেপির জেলা নেতৃত্ব একে আমল দিতে নারাজ। তাঁদের বক্তব্য, “আদর্শে মিল হয়নি, তাই তিনি যেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে গিয়েছেন। বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত।”

তবে রাজনৈতিক মহলের মতে, সোনারপুরে বিজেপির সংগঠন কার্যত আরও দুর্বল হল এই যোগদানে।

TAGS:
Read more!
Advertisement
Advertisement