Advertisement

Nadia: নদিয়ায় ভুয়ো বার্থ সার্টিফিকেট বানিয়ে পুলিশের জালে পঞ্চায়েত কর্মী, গ্রেফতার

ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যুর অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত কর্মী। অভিযুক্ত পঞ্চায়েত কর্মীর নাম আশিস কর্মকার। অভিযুক্তের বাড়ি নদিয়ার চাপড়ার শ্রীবাসপল্লীতে। তাঁর বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভুয়ো বার্থ সার্টিফিকেট বানানোর অভিযোগ উঠেছে। ২০২৩ সাল থেকে ২০২৪ সালে রমরমিয়ে চালিয়েছে এই জালিয়াতি।

ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যুর অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত কর্মীভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যুর অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত কর্মী
স্বপন কুমার মুখার্জি
  • নদিয়া,
  • 10 Mar 2025,
  • अपडेटेड 12:34 PM IST

ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যুর অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত কর্মী। অভিযুক্ত পঞ্চায়েত কর্মীর নাম আশিস কর্মকার। অভিযুক্তের বাড়ি নদিয়ার চাপড়ার শ্রীবাসপল্লীতে। তাঁর বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভুয়ো বার্থ সার্টিফিকেট বানানোর অভিযোগ উঠেছে। ২০২৩ সাল থেকে ২০২৪ সালে রমরমিয়ে চালিয়েছে এই জালিয়াতি।

হৃদয়পুর গ্রাম পঞ্চায়েত থেকে ভিনরাজ্যের বাসিন্দা-সহ বিভিন্ন এলাকায় বাসিন্দাদের 'নন- ইনস্টিউশনাল বার্থ সার্টিফিকেট দেওয়া' হয়েছে।  এক বছরে প্রায় সাড়ে এগারশোর মতো ভুয়ো বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে। 

বিভিন্ন জায়গায় বেনামে সাইবার ক্যাফের মাধ্যমে এইসব জালিয়াতি শংসাপত্র তৈরি করার কারবার চালাত। পুলিশি জেরায় স্বীকার করেছে অভিযুক্ত পঞ্চায়েত কর্মী আশিস কর্মকার। বৃহস্পতিবার, ৬ মার্চ সীমান্তবর্তী হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিযোগ পায়। তারপর চাপড়া থানার পুলিশ তল্লাশি অভিযানে নামে। একটি কম্পিউটার বাজেয়াপ্ত করে পুলিশ। বেগতিক বুঝতে এলাকা ছাড়া হন ওই পঞ্চায়েত কর্মী। 

উল্লেখ্য,ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রাঙিয়াপোতা সীমান্ত দিয়ে বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখোপাধ্যায় তাঁকে গ্রেফতার করে। রবিবার, ৯ মার্চ তাঁকে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে তোলা হয় এবং ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।

এ বিষয়ে হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিউটি খাতুন বলেন, বিষয়টির তদন্ত চলেছে। অভিযুক্তকে শোকজ করা হয়েছে। আইন বহির্ভূত ভাবে কিছু করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

TAGS:
Read more!
Advertisement
Advertisement