Advertisement

Partha Chatterjee:পার্থরও কিষেণজির মতো পরিণতি হতে পারে? বিস্ফোরক দাবি সাংসদের

জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জীবন সংশয় রয়েছে এবং তাঁকে কিষেনজি করার চক্রান্ত রয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং  মাহাতো। এজন্য শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থের নিরাপত্তার দাবিতে সরব হলেন তিনি। এই নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ। 

ছবি সংগৃহীত।ছবি সংগৃহীত।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Feb 2025,
  • अपडेटेड 11:39 AM IST
  • জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জীবন সংশয় রয়েছে বলে দাবি।
  • তাঁকে কিষেনজি করার চক্রান্ত রয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং  মাহাতো।
  • এজন্য শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থের নিরাপত্তার দাবিতে সরব হলেন তিনি।

জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জীবন সংশয় রয়েছে এবং তাঁকে কিষেনজি করার চক্রান্ত রয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং  মাহাতো। এজন্য শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থের নিরাপত্তার দাবিতে সরব হলেন তিনি। এই নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ। উল্লেখ্য, ২০১১ সালে এনকাউন্টারে মৃত্যু হয় মাওবাদী নেতা কিষেনজির।


ঠিক কী বলেছেন বিজেপি সাংসদ?

এই প্রসঙ্গে পুরুলিয়ার বিজেপি সাংসদ বলেছেন, 'প্রাক্তন শিক্ষামন্ত্রীর জীবনে সংশয় রয়েছে। আমিও বিশেষ সূত্রে খবর পেয়েছি যে, তাঁকে কোথাও না কোথাও কিষেনজি করার চক্রান্ত রয়েছে।' এরপরেই সাংসদ বলেছেন, 'আমি কয়েক দিন আগে প্রেসের মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়কে আহ্বান করেছিলাম যে, আপনি এই পাপ ঘোচাতে পারবেন না। সম্ভব নয় কিছুতে। তবুও আপনি যদি রাজসাক্ষী হয়ে যান, তা হলে কোথাও না কোথাও ১-২ শতাংশ আপনার কমতে পারে। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি, তাতে মনে হয়, এক্ষুনি তাঁকে যদি সুরক্ষা না দেওয়া হয়, তা হলে অনেক কিছু হতে পারে।'


এর পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, 'একটা বিকৃতি প্রচার সামনে আনার চেষ্টা। যাঁর সম্পর্কে করছেন, তিনি যদি কোথাও নিরাপত্তার অভাব বোধ করেন বা কোনও সমস্যা হয়, তিনি তো আদালতকে জানাবেন...সন্দেহ হচ্ছে যারা আগবাড়িয়ে এসব বলছে, তারা কোনও প্লট তৈরি করছে কি না বা তাদের কাছে কোনও পরিকল্পনা থাকছে কি না, সেগুলো তারা বলতে পারবে।'

২০২২ সালের ২৩ জুলাই শিক্ষায় নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন পার্থ। তার পর থেকে জেলবন্দি প্রাক্তন মন্ত্রী। সম্প্রতি অসুস্থতা নিয়ে রাজ্যের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। এর আগে, তিনি এসএসকেএমে ভর্তি ছিলেন। এই প্রেক্ষিতে বিজেপি সাংসদের এহেন মন্তব্য উল্লেখযোগ্য। 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement