Advertisement

West Midnapore: পঃ মেদিনীপুরে বিয়ের শোভাযাত্রায় লঙ্কা বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কা, মৃত্যু ১, আহত ১৮

পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি এলাকায় এক বিয়ের শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) রাতে, লঙ্কা বোঝাই একটি পিকআপ ভ্যান প্রচণ্ড গতিতে শোভাযাত্রার ওপর দিয়ে চলে যায়, যার ফলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আরও ১৮ জন গুরুতর আহত হন।

বিয়ের শোভাযাত্রায় পিকআপ ভ্যানের ধাক্কা।-ফাইল ছবিবিয়ের শোভাযাত্রায় পিকআপ ভ্যানের ধাক্কা।-ফাইল ছবি
স্বপন কুমার মুখার্জি
  • তমলুক,
  • 04 Mar 2025,
  • अपडेटेड 1:20 PM IST
  • পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি এলাকায় এক বিয়ের শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
  • মঙ্গলবার (৪ মার্চ) রাতে, লঙ্কা বোঝাই একটি পিকআপ ভ্যান প্রচণ্ড গতিতে শোভাযাত্রার ওপর দিয়ে চলে যায়, যার ফলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আরও ১৮ জন গুরুতর আহত হন।

পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি এলাকায় এক বিয়ের শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) রাতে, লঙ্কা বোঝাই একটি পিকআপ ভ্যান প্রচণ্ড গতিতে শোভাযাত্রার ওপর দিয়ে চলে যায়, যার ফলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আরও ১৮ জন গুরুতর আহত হন।

দুর্ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচখুরি বাজার সংলগ্ন আদিবাসী পাড়ায় এক যুবকের বিয়ে উপলক্ষে রাত সাড়ে ১২টার দিকে আত্মীয়-স্বজনরা বর্ণাঢ্য শোভাযাত্রা করছিলেন। আদিবাসী রীতি অনুসারে, যুবকের প্রথমে গাছের সঙ্গে প্রতীকী বিয়ে দেওয়ার আয়োজন করা হয়। সেই উদ্দেশ্যে তাঁরা নাচগান করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন।

ঠিক সেই সময়, পাচরা এলাকা থেকে আসা একটি লঙ্কা বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণহীন গতিতে শোভাযাত্রার ওপর উঠে যায়। আচমকা এই ধাক্কায় শোভাযাত্রায় থাকা মানুষজন ছিটকে পড়েন, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ভ্যানটি রাস্তার পাশে উল্টে যায় এবং চালক পালিয়ে যায়।

মৃত্যু ও আহতদের অবস্থা
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে এক যুবকের মৃত্যু হয়। বাকি ১৮ জন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিক্ষোভ ও পুলিশের হস্তক্ষেপ
দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় আদিবাসী বাসিন্দারা সকাল থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি—

দুর্ঘটনাস্থলে যান নিয়ন্ত্রণের জন্য বাম্পার বসাতে হবে।
ঘাতক পিকআপ ভ্যানের চালককে দ্রুত গ্রেফতার করতে হবে।
নিহত ও আহতদের জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। তবে এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে। 

সংবাদদাতাঃ শাহাজাহান আলি

 

Read more!
Advertisement
Advertisement