Advertisement

Malda PM Modi: মালদার যুবক-যুবতীদের ভিনরাজ্যে কাজ খুঁজতে যেতে হচ্ছে: PM মোদী

মালদায় কাজের অভাব। নিজের জেলায় রোজগারের সুযোগ না পেয়ে ভিন্‌রাজ্যে পাড়ি দিতে হচ্ছে যুবসমাজকে। পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করাই যেন দস্তুর হয়ে উঠেছে। 

বক্তব্যে বারবার উঠে এল মালদার যুবকদের কাজের জন্য জেলা ছাড়ার প্রসঙ্গ।বক্তব্যে বারবার উঠে এল মালদার যুবকদের কাজের জন্য জেলা ছাড়ার প্রসঙ্গ।
Aajtak Bangla
  • মালদা,
  • 17 Jan 2026,
  • अपडेटेड 4:32 PM IST
  • নিজের জেলায় রোজগারের সুযোগ না পেয়ে ভিন্‌রাজ্যে পাড়ি দিতে হচ্ছে যুবসমাজকে।
  • সেই বিষয়টিই মালদায় পরিবর্তন সংকল্প সভার মঞ্চ থেকে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • তাঁর বক্তব্যে বারবার উঠে এল মালদার যুবকদের কাজের জন্য জেলা ছাড়ার প্রসঙ্গ।

মালদায় কাজের অভাব। নিজের জেলায় রোজগারের সুযোগ না পেয়ে ভিন্‌রাজ্যে পাড়ি দিতে হচ্ছে যুবসমাজকে। পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করাই যেন দস্তুর হয়ে উঠেছে। শনিবার সেই বিষয়টিই মালদায় পরিবর্তন সংকল্প সভার মঞ্চ থেকে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। তাঁর বক্তব্যে বারবার উঠে এল মালদার যুবকদের কাজের জন্য জেলা ছাড়ার প্রসঙ্গ।

শনিবার বন্দে স্লিপার ট্রেনের উদ্বোধনের পর সরাসরি মালদায় দলীয় কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি অভিযোগ করেন, রাজ্যে উন্নয়নের পরিবেশ নেই বলেই মালদা, মুর্শিদাবাদের যুবক-যুবতীদের বাইরে যেতে হচ্ছে। তাঁর কথায়, না এখানে কারখানা তৈরি হচ্ছে, না কৃষকরা ন্যায্য সুবিধা পাচ্ছেন। ফলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। প্রধানমন্ত্রী বলেন, 'মালদার যুবক-যুবতীদের কাজ পেতে পালাতে হয়। এখানকার মানুষ যে যন্ত্রণা সহ্য করেন, সেই যন্ত্রণা ভাগ করে নিতেই আমি আজ মালদায় এসেছি।'

মঞ্চ থেকে তৃণমূল সরকারকে 'নির্মম ও নির্দয়' বলেন প্রধানমন্ত্রী। অভিযোগ করেন, কেন্দ্র সরকার গরিব মানুষের জন্য যে টাকা পাঠায়, তা রাজ্য সরকার মানুষের হাতে পৌঁছায় না। প্রধানমন্ত্রী বলেন, তিনি চেয়েছিলেন বাংলার মানুষ আয়ুষ্মান ভারত যোজনার আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পান। কিন্তু বাংলা একমাত্র রাজ্য, যেখানে এই কেন্দ্রীয় প্রকল্প চালু হতে দেওয়া হয়নি।

প্রধানমন্ত্রীর অভিযোগ, তৃণমূল সরকার বাংলার মানুষকে আয়ুষ্মান ভারতের সুবিধা নিতে দেয় না। এমনকি এই প্রকল্পের নামও নিতে দেয় না বলে অভিযোগ করেন। তাঁর কথায়, 'আমার বাংলার ভাই-বোনেদের এই প্রকল্পের সুবিধা নিতে দেয় না তৃণমূল সরকার। ওদের হৃদয় পাথরের। এমন নির্মম ও নির্দয় সরকারের বাংলা থেকে বিদায় জরুরি।'

মালদার কৃষকদের অবস্থার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, আমচাষিদের অবস্থা শোচনীয়। তাঁরা লাভ পাননি, কারণ তাঁদের জন্য কিছুই করেনি রাজ্য সরকার। রেশম শিল্পীরাও উন্নতি করতে পারছেন না। কৃষক ও শ্রমিকদের হকের টাকা দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, মালদা ও মুর্শিদাবাদে না কারখানা হচ্ছে, না কৃষকরা সুবিধা পাচ্ছেন। তাই যুবসমাজ পরিযায়ী হতে বাধ্য হচ্ছে।

Advertisement

সব শেষে প্রধানমন্ত্রী বলেন, বাংলার উন্নতি তখনই হবে, যখন তৃণমূল সরকারের বদলে উন্নয়নমুখী বিজেপি সরকার গঠিত হবে। বিশ্লেষকরা বলছেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কর্মসংস্থানের ইস্যুকেই হাতিয়ার করতে চাইছেন প্রধানমন্ত্রী। ভোটবাক্সে এক প্রভাব কতদূর দেখা যায়, তার উত্তর সময়ই দেবে। 

Read more!
Advertisement
Advertisement