Advertisement

Pm Modi: 'মনে হয়, আগের জন্মে বাংলায় জন্মেছিলাম,' মালদার সভায় বললেন মোদী

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের মধ্যে শুক্রবার পশ্চিমবঙ্গের মালদায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদায় এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, 'সকাল থেকেই মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গণতন্ত্র উদযাপন করছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Apr 2024,
  • अपडेटेड 12:35 PM IST
  • লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের মধ্যে শুক্রবার পশ্চিমবঙ্গের মালদায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • মালদায় এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, 'সকাল থেকেই মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গণতন্ত্র উদযাপন করছে।

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের মধ্যে শুক্রবার পশ্চিমবঙ্গের মালদায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদায় এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, 'সকাল থেকেই মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গণতন্ত্র উদযাপন করছে। তোমাদের ভালোবাসা, তোমাদের উৎসাহ আমার চোখে। প্রধানমন্ত্রী মোদী বলেন, আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেন, মনে হচ্ছে আমি হয় পূর্বজন্মে বাংলায় জন্মেছি নয়তো পরবর্তী জীবনে বাংলার মায়ের কোলে জন্ম নিতে যাচ্ছি। এত ভালোবাসা আমি কখনোই পাইনি।'

সমাবেশে ভাষণ দিতে গিয়ে মমতা সরকারকে নিশানা করে তিনি বলেন, 'একটা সময় ছিল যখন বাংলা ছিল ভারতের উন্নয়নের ইঞ্জিন। সেটা সামাজিক সংস্কার হোক, বৈজ্ঞানিক অর্জন হোক বা অন্য কোনও রেকর্ড। এমন কোনও এলাকা ছিল না যেখানে বাংলা নেতৃত্ব দেয়নি। কিন্তু প্রথমে বাম দল এবং এখন তৃণমূল কংগ্রেস এই রাজ্যের মাহাত্ম্য ধ্বংস করেছে, এমনকি উন্নয়নের ট্রেনও থামিয়ে দিয়েছে।'

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, 'বাংলায় তৃণমূলের শাসনে কেবল একটি জিনিসই ঘটেছে এবং তা হল হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি। রাজ্যে উন্নয়ন বন্ধ করে দিয়েছে মমতা সরকার। এখানে শুধু কেলেঙ্কারিই শাসন করে।'

 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement