Advertisement

PM Modi: অনুপ্রবেশকারীদের তাড়াতে হলে আগে তৃণমূলকে তাড়ান: মোদী

শুক্রবার সন্ধেয় দমদমে জনসভা থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুপ্রবেশ ইস্যু থেকে শুরু করে দুর্নীতি, কেন্দ্রীয় অর্থ লুঠ এবং বিকাশে বাধা, একের পর এক অভিযোগ তুলে বাংলায় 'আসল পরিবর্তন' আনার ডাক দিলেন তিনি।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Aug 2025,
  • अपडेटेड 6:52 PM IST
  • সরাসরি নির্বাচনের প্রসঙ্গ তুলেই তৃণমূলকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
  • শুক্রবার সন্ধেয় দমদমে জনসভা থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী।

সরাসরি নির্বাচনের প্রসঙ্গ তুলেই তৃণমূলকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সন্ধেয় দমদমে জনসভা থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। অনুপ্রবেশ ইস্যু থেকে শুরু করে দুর্নীতি, কেন্দ্রীয় অর্থ লুঠ এবং বিকাশে বাধা, একের পর এক অভিযোগ তুলে বাংলায় 'আসল পরিবর্তন' আনার ডাক দিলেন তিনি।

অনুপ্রবেশ রুখতেই হবে
মোদী বলেন, 'একবার বিজেপিকে ভোট দিন, অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। অনুপ্রবেশকারীদের আমরা ভারতে থাকতে দেব না।' তাঁর অভিযোগ, তৃণমূল, কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের কিছু দল ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের তোষণ করছে। এর ফলে সীমান্তবর্তী অঞ্চলের ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে, কৃষকদের জমি ও আদিবাসীদের জমি দখল হচ্ছে। দেশ এটা সহ্য করবে না। অনুপ্রবেশকারীদের তাড়াতেই হবে। আর এজন্য তৃণমূলকেও বিদায় নিতে হবে।'

বিকাশে তৃণমূলের বাধা
এদিন তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকার গত ১১ বছরে বাংলার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। জাতীয় সড়ক থেকে শুরু করে রেলের বাজেট, সব ক্ষেত্রেই ইউপিএ-র তুলনায় তিনগুণ বেশি অর্থ এসেছে বাংলায়। কিন্তু সেই অর্থের অনেকটাই লুঠ হয়ে যাচ্ছে। 'দিল্লির টাকা আপনাদের ওপর খরচ না হয়ে তৃণমূলের কর্মীদের পকেটে যাচ্ছে', অভিযোগ করেন মোদী। তিনি বলেন, 'অসম ও ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর প্রতিটি বাড়িতে জল, আয়ুষ্মান ভারত-সহ নানা প্রকল্প পৌঁছেছে। কিন্তু বাংলায় তৃণমূলের কারণে সাধারণ মানুষ বঞ্চিত।'

আসল পরিবর্তনের ডাক
প্রধানমন্ত্রী বলেন, 'কংগ্রেস ও বামেদের দীর্ঘ শাসনের পর মানুষ ১৫ বছর আগে পরিবর্তন চেয়েছিলেন। কিন্তু তৃণমূল আসার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। নিয়োগ দুর্নীতি, মহিলাদের ওপর নির্যাতন, দুর্নীতিই তৃণমূলের পরিচয় হয়ে উঠেছে।' তাঁর দাবি, 'তৃণমূল গেলে তবেই আসল পরিবর্তন আসবে।'

দমদমে নতুন শিল্পের স্বপ্ন
মোদী প্রতিশ্রুতি দেন, বিজেপি এলে দমদম আবার শিল্পকেন্দ্র হয়ে উঠবে। বন্ধ কারখানা খুলবে, নতুন লগ্নি আসবে, যুবসমাজকে কাজের জন্য আর বাইরে যেতে হবে না। তিনি বলেন, 'বিকশিত বাংলা হবে মোদীর গ্যারান্টি।' একইসঙ্গে তিনি বাংলা ভাষা ও সংস্কৃতি সমৃদ্ধ করার পরিকল্পনার কথাও জানান। বাংলাকে ইতিমধ্যেই ‘ক্লাসিকাল ল্যাঙ্গুয়েজ’ স্বীকৃতি দেওয়ার কৃতিত্বও তুলে ধরেন তিনি।

Advertisement

মোদী স্পষ্ট বার্তা দেন, 'টিএমসিকে সরাও, বাংলাকে বাঁচাও। বিজেপি যে সংকল্প নেয়, সেটা করে দেখায়। তাই বাংলায় সত্যিকারের পরিবর্তন আনতে বিজেপিকে একবার সুযোগ দিন।'

 

Read more!
Advertisement
Advertisement