Advertisement

PM surya ghar yojana: 'ইলেকট্রিক বিল হবে জিরো', কোন প্রকল্প বাংলায় চালু করার ঘোষণা মোদীর?

শনিবার মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী সূর্যঘর বিদ্যুৎ প্রকল্পের কথা বিশেষভাবে তুলে ধরেন। তাঁর দাবি, সারা দেশে সাধারণ মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ বিলের বোঝা কমাতে এই প্রকল্পের মাধ্যমে ছাদে সৌরবিদ্যুৎ কেন্দ্র বসানোর জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 17 Jan 2026,
  • अपडेटेड 5:27 PM IST
  • শনিবার মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী সুর্যঘর বিদ্যুৎ প্রকল্পের কথা বিশেষভাবে তুলে ধরেন।
  • তাঁর দাবি, সারা দেশে সাধারণ মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ বিলের বোঝা কমাতে এই প্রকল্পের মাধ্যমে ছাদে সৌরবিদ্যুৎ কেন্দ্র বসানোর জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

শনিবার মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা বিদ্যুৎ প্রকল্পের কথা বিশেষভাবে তুলে ধরেন। তাঁর দাবি, সারা দেশে সাধারণ মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ বিলের বোঝা কমাতে এই প্রকল্পের মাধ্যমে ছাদে সৌরবিদ্যুৎ কেন্দ্র বসানোর জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

প্রধানমন্ত্রী বলেন, ‘পিএম সূর্যঘর’ বিনামূল্যে বিদ্যুৎ যোজনার মাধ্যমে দেশের লক্ষ লক্ষ পরিবার উপকৃত হচ্ছে। তিনি চান পশ্চিমবঙ্গের পরিবারগুলিও এর সুবিধা পাক, কিন্তু তৃণমূল সরকার এই উন্নয়নমূলক কাজেও বাধা সৃষ্টি করছে। উন্নয়নের পথে এই বাধা সরিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা করাই এখন বাংলার মানুষের প্রয়োজন।

মোদী বলেন, 'এই প্রকল্পের মূল লক্ষ্য হল সাধারণ পরিবারগুলিকে স্বনির্ভর করা, যাতে তারা নিজেরাই বিদ্যুৎ উৎপাদন করতে পারে এবং মাসের শেষে বিদ্যুৎ বিল শূন্যে নামিয়ে আনতে পারে।' তাঁর কথায়, 'আমি চাই পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পরিবারও এই বিনামূল্যে বিদ্যুতের সুবিধা পাক, তাঁদের বিদ্যুৎ বিল শূন্য হোক।'

তবে একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এত বড় প্রকল্প থাকা সত্ত্বেও কেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তার পূর্ণ সুবিধা পাচ্ছেন না। বক্তার অভিযোগ, রাজ্য সরকারের অনীহা ও ব্যর্থতার কারণেই কেন্দ্রীয় প্রকল্পগুলির সুফল মানুষের কাছে পৌঁছচ্ছে না। তিনি এই অবস্থাকে ‘সম্ভাবনার বন্যা’ বলে ব্যাখ্যা করেন, যেখানে সুযোগ থাকা সত্ত্বেও তা কাজে লাগানো হচ্ছে না।

ভাষণে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ ও রাজ্য সরকারের ভূমিকার মধ্যে স্পষ্ট বৈপরীত্য তুলে ধরা হয়। একদিকে কেন্দ্র যেখানে সৌরশক্তির মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে, অন্যদিকে রাজ্যে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি হচ্ছে বলে বক্তার অভিযোগ।

সব মিলিয়ে, মোদীর বক্তব্যে মানুষকে প্রধানমন্ত্রী সূর্য প্রকল্পের সুবিধা গ্রহণের আহ্বান জানানো হয় এবং রাজ্যের উন্নয়নে এই প্রকল্প কার্যকর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

 

Read more!
Advertisement
Advertisement