ছাত্র আন্দোলনের নামে আরও বড় অশান্তির পরিকল্পনা... শুরু থেকেই এমনটাই বলে আসছে পুলিশ। গতকালই ২৫ জনকে সেই আশঙ্কায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিনভর হাওড়া ময়দান, মহাত্মা গান্ধী রোড, ফরশোর রোড, সাঁতরাগাছি কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। এদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তিনি যা-যা বললেন, তা বুলেট পয়েন্টের আকারে দেওয়া হল: