Advertisement

RG Kar: '৪০ ফুট পর্যন্ত কর্ডন করা ছিল...' আরজি কর সেমিনার হলের VIRAL VIDEO নিয়ে ব্যাখ্যা লালবাজারের

RG Kar Viral Video: আরজি কর হাসপাতালের সেমিনার হলের বাইরে প্রচুর মানুষ দাঁড়িয়ে। তরুণী ডাক্তারের মৃত্যুর কয়েক ঘণ্টা পরের একটি দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই প্রশ্ন তুলছেন, অপরাধস্থলের কাছে এত বেশি মানুষকে প্রবেশ করতে দেওয়া হল কেন? এই নিয়ে পুলিশকর্মীদের গাফিলতির অভিযোগ তুলছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। এবার সেই ভিডিও-র প্রসঙ্গেই মুখ খুলল লালবাজার। 

এদিন লালবাজারের তরফে ঠিক কী জানানো হল? জানুন...এদিন লালবাজারের তরফে ঠিক কী জানানো হল? জানুন...
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Aug 2024,
  • अपडेटेड 6:09 PM IST
  • মৃত্যুর কয়েক ঘণ্টা পরের একটি দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
  • অনেকেই প্রশ্ন তুলছেন, অপরাধস্থলের কাছে এত বেশি মানুষকে প্রবেশ করতে দেওয়া হল কেন?
  • এদিন লালবাজারের তরফে ঠিক কী জানানো হল? জানুন...

RG Kar Viral Video: আরজি কর হাসপাতালের সেমিনার হলের বাইরে প্রচুর মানুষ দাঁড়িয়ে। তরুণী ডাক্তারের মৃত্যুর কয়েক ঘণ্টা পরের একটি দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই প্রশ্ন তুলছেন, অপরাধস্থলের কাছে এত বেশি মানুষকে প্রবেশ করতে দেওয়া হল কেন? এই নিয়ে পুলিশকর্মীদের গাফিলতির অভিযোগ তুলছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। এবার সেই ভিডিও-র প্রসঙ্গেই মুখ খুলল লালবাজার। 

এদিন লালবাজারের তরফে ঠিক কী জানানো হল? জানুন:

  • সেখানে হয় তো অনেক লোক দাঁড়িয়ে ছিল। বলা হচ্ছে এর জন্য নাকি অনেক তথ্য লোপাট হচ্ছে। অনেক নাকি বহিরাগত সেখানে উপস্থিত ছিলেন। সেটা নিয়ে আমাদের লালবাজারের তরফে ক্ল্যারিফিকেশন দিতেই এই সাংবাদিক সম্মেলন। 
     
  • আরজি কর হাসপাতালের ৪ তলার সেমিনার হল। এই যে সেমিনার হল, তার একটা অংশে কিন্তু দেহ ছিল। সেমিনার হল ৫১ ফুট বাই ৩২ ফুট। যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেটা কিন্তু এই ঘরটা ৪০ ফুট পর্যন্ত পুলিশের ঘেরা ছিল। হাসপাতালের পর্দা দিয়ে পুলিশের কর্ডন করা ছিল। এই যে ভিডিওটা আপনারা দেখছেন, সেটা ৪০ ফুটের বাইরের ১১ ফুটের অংশের ভিডিও। সেখানে পরিবারের সদস্য, পুলিশকর্মী এবং হাসপাতালের কর্মীরা ছিল। 
     
  • ইএমও যিনি থাকেন, এক্ষেত্রে এমার্জেন্সি থেকে এসে উনি এখানে বসে ছিলেন। যাঁরা পিজিটি, পড়ুয়া, তাঁরাও ওখানে ছিলেন। আপনারা জানেন ওঁদের কিছু দাবিদাওয়া ছিল।তাঁরা এই জায়গাতেও ছিলেন। সেখানে বসে ওঁরা দাবিদাওয়ার কথা লিখেছিলেন।
     
  • যে পর্দা ঘেরা জায়গা ছিল, সেখানে কিন্তু কোনও বহিরাগত-র প্রবেশ করা সম্ভব নয়। আমাদের পুলিশ সেখানে ঘিরে দাঁড়িয়েছিলেন। খুব সীমিত কিছু মানুষই এখানে ঢুকতে পেরেছিলেন।
     
  • তদন্তকারী, ফরেন্সিক ও বডি সরানোর জন্য এবং পরে পরিবারের সদস্যরা, ফটোগ্রাফার টিমের সদস্যরা সেখানে ছিলেন। আর কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। 
     
  • এছাড়া যে চিকিৎসকরা দাবিদাওয়া করেছেন, কথোপকথন হয়েছে, তাঁরাও এই অংশে ছিলেন। সেমিনার হল থেকে বাইরের করিডর পর্যন্ত যে জায়গাটা, সেখানেই তাঁরা ছিলেন। অপরাধস্থলের ৪০ ফুটের মধ্যে কেউ ছিলেন না। 
     
  • হাসপাতাল কর্তৃপক্ষের সম্ভবত আইনজীবী সেখানে থাকতে পারেন। তবে হাসপাতালের অনুমতিসাপেক্ষেই তাঁরা সেখানে ছিলেন। 

অর্থাৎ, লালবাজারের তরফে এদিন জানানো হল, ঘটনাস্থলের থেকে ৪০ ফুট পর্যন্ত সেমিনার হল পুলিশ ঘিরে রেখেছিল। পুলিশের দাবি, এই কারণেই তথ্য নষ্ট হওয়ার আশঙ্কা অমূলক। 

TAGS:
Read more!
Advertisement
Advertisement