ভোটের ফলাফল সামনে আসার পর হিংসা বেড়েই চলেছে রাজ্যে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ বা জঙ্গলমহল। সব জায়গায় হিংসার ঘটনা ঘটছে। অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। বীরভূম, বর্ধমান, দুই মেদিনীপুর, কোচবিহার, নদিয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ নানা জেলায় বিজেপি নেতাদের গাড়িতে হামলা, বাড়ি ভাঙচুর, বোমাবাজির অভিযোগ সামনে এসেছে। গেরুয়া শিবিরের পাশাপাশি রাজ্যের শাসকদলের বিরুদ্ধে রাজনৈতিক হিংসার অভিযোগ এনেছে বামেরাও।
একনজরে ১০ পয়েন্ট