Advertisement

Prepaid Smart Meter Wbsedcl: স্মার্ট মিটার এলে ওঁদের চাকরি যাবেই? আশঙ্কায় অসংখ্য মিটার রিডার কর্মী

রাজ্যে চালু হতে চলেছে ‘স্মার্ট মিটার’। বিদ্যুৎ অফিসের কর্মীদের আর বাড়ি বাড়ি গিয়ে মিটার দেখে আসতে হবে না। স্মার্ট মিটারের সাহায্যে এবার অফিসেই বসে জানা যাবে, কোন গ্রাহক কত বিদ্যুৎ খরচ করেছেন। রাজ্য সরকার এমনই ব্যবস্থা করতে চলেছে। এর ফলে বিপদে পড়েছেন যাঁরা বাড়ি গিয়ে মিটার রিডিং নেন। কাজ চলে যাওয়ার ভয়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বিদ্যুৎ বণ্টন সংস্থার অনেক কর্মী।

স্মার্ট মিটার নিয়ে বিতর্ক।-গ্রাফিকঃ সৌমিক মজুমদারস্মার্ট মিটার নিয়ে বিতর্ক।-গ্রাফিকঃ সৌমিক মজুমদার
সুকমল শীল
  • কলকাতা,
  • 26 May 2025,
  • अपडेटेड 8:18 PM IST
  • রাজ্যে চালু হতে চলেছে ‘স্মার্ট মিটার’।
  • বিদ্যুৎ অফিসের কর্মীদের আর বাড়ি বাড়ি গিয়ে মিটার দেখে আসতে হবে না।

রাজ্যে চালু হতে চলেছে ‘স্মার্ট মিটার’। বিদ্যুৎ অফিসের কর্মীদের আর বাড়ি বাড়ি গিয়ে মিটার দেখে আসতে হবে না। স্মার্ট মিটারের সাহায্যে এবার অফিসেই বসে জানা যাবে, কোন গ্রাহক কত বিদ্যুৎ খরচ করেছেন। রাজ্য সরকার এমনই ব্যবস্থা করতে চলেছে। এর ফলে বিপদে পড়েছেন যাঁরা বাড়ি গিয়ে মিটার রিডিং নেন। কাজ চলে যাওয়ার ভয়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বিদ্যুৎ বণ্টন সংস্থার অনেক কর্মী।

কলকাতায় অসংখ্য মিটার রিডারের চাকরি চলে যাওয়ার ভয় তৈরি হয়েছে। তাঁরা একটি ঠিকাদার সংস্থার মাধ্যমে মিটার রিডিংয়ের কাজ করতেন। তাঁদের অভিযোগ, এখন স্মার্ট মিটার বসানো হচ্ছে, তাই তাঁদের আর কাজে লাগছে না। অথচ সংস্থা তাঁদের অন্য কোনও কাজও দিচ্ছে না। সংস্থার দাবি, তারা শুধু মিটার রিডিংয়ের কাজ পেয়েছিল, এখন সেই কাজ না থাকায় নতুন কাজ দেওয়ার সুযোগ নেই।

বিরোধীদের বক্তব্য, ২০০৩ সালের বিদ্যুৎ আইনে কেউ চাইলে স্মার্ট মিটার নিতে বাধ্য করা যায় না। কিন্তু রাজ্য সরকার জোর করে মানুষকে এই মিটার নিতে বাধ্য করছে। এতে অনেকের অসুবিধা হবে, যেমন: কৃষিকাজ, দোকান চালানো বা বাজারের কাজে সমস্যা হবে। তাই রাজ্য সরকারের উচিত এই সিদ্ধান্ত থেকে সরে আসা।

WBSEDCL কন্ট্রাক্টরস ওয়াকম্যান ইউনিয়নের সাধারণ সম্পাদক গোপাল বিশ্বাস বলেন, 'আমাদের প্রায় ১৫ হাজার কর্মীর চাকরি চলে যেতে পারে। তাই আমরা আন্দোলনের কথা ভাবছি।'

ইতিমধ্যে শহর ও আশপাশের এলাকায় স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়ে গেছে। তবে বিদ্যুৎ দফতরের এক অফিসার বলেন, 'অনেকেই এখনও বুঝতে পারছেন না স্মার্ট মিটার কী, তাই রাজি হচ্ছেন না। আমরা বোঝানোর চেষ্টা করছি। এই মিটার বসালে গ্রাহকরা অনেক সুবিধা পাবেন।'

স্মার্ট মিটার কী? সাধারণ মানুষ কীভাবে উপকার পাবেন?
স্মার্ট মিটার একধরনের আধুনিক ইলেকট্রনিক যন্ত্র, যা বিদ্যুৎ খরচ, ভোল্টেজ (চাপ) ইত্যাদি রেকর্ড করে। এই তথ্য সরাসরি বিদ্যুৎ দফতরের অফিসে চলে যায়। অফিস থেকেই এই মিটার বন্ধ বা চালু করা সম্ভব।

Advertisement

এই মিটারে একটি সিম কার্ড থাকবে, যা ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকবে। যদি কোনও গ্রাহক আগাম টাকা না ভরেন, তাহলে অফিস থেকেই তাঁর মিটার বন্ধ করে দেওয়া যাবে। তবে টাকাপয়সা না থাকলেও ৩০০ টাকা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে, পরে সেই টাকা দিতে হবে। এখন যে মিটারগুলি রয়েছে, সেগুলো স্মার্ট নয়। তাই বাড়ি গিয়ে দেখতে হয়, মিটার কত দেখাচ্ছে। আবার সেগুলো দূর থেকে চালু বা বন্ধও করা যায় না। স্মার্ট মিটার সেই সমস্যা দূর করবে।
 

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement