Advertisement

Primary Scam: প্রাথমিকে নিয়োগ 'দুর্নীতি' CBI-চার্জশিটে দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ; চাকরির সুপারিশ করেছিলেন?

নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর আগে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল শাসকদলের একাধিক নেতা, বিধায়কের। এবার প্রাইমারি নিয়োগ মামলায় নাম জড়াল পদ্মশিবিরের দুই প্রভাবশালী নেতা-নেত্রীরও।

বিশাল দাস
  • কলকাতা,
  • 15 Feb 2025,
  • अपडेटेड 2:33 PM IST

নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর আগে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল শাসকদলের একাধিক নেতা, বিধায়কের। এবার প্রাইমারি নিয়োগ মামলার চার্জশিটে নাম এল পদ্মশিবিরের দুই প্রভাবশালী নেতা-নেত্রীরও।

প্রাইমারি নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর। অভিযোগের আঙুল বিজেপি নেত্রী তথা প্রাক্তন IPS আধিকারিক ভারতী ঘোষের বিরুদ্ধেও। এর পাশাপাশি তৃণমূলের একাধিক এমএলএ ও ভাঙ্গড়ের জনপ্রিয় নেতা শওকত মোল্লার নামও নতুন করে উঠে আসছে। নাম আছে MP মমতা বালা ঠাকুরেরও।

সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির (প্রাইমারি ) সুপারিশে জড়িত ছিলেন রাজ্যের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরও। অভিযোগ এঁরা সবাই নিজেদের 'ক্যান্ডিডেটের নাম রেফার করেছিলেন' অনায্যভাবে চাকরি দেওয়ার জন্য। এমনটাই খবর সিবিআই-এর তদন্তকারীদের সূত্রে।

শুধু তাই নয়, নাম জড়িয়েছে তারক সিং, MLA শ্যামল সাঁতরা, MLA রমেন্দ্রনাথ বিশ্বাস, MLA বীণা মন্ডল সহ ভাঙ্গরের জনপ্রিয় নেতা শওকত মোল্লারও। সেই সঙ্গে নাম জড়িয়েছে ব্যারাকপুর বিধানসভার তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীরও। এরা সবাই নিজেদের পছন্দের প্রার্থী রেফার করেছিলেন বলে খবর রয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় একের বেশি ক্যান্ডিডেট রেফার করেছিল বলে জানা যাচ্ছে সেই তালিকায়।

সংবাদদাতা- অনির্বাণ সিংহ রায়

Read more!
Advertisement
Advertisement