Advertisement

Primary Teachers Recruitment: মে মাসে প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শেষ, নিয়োগ কবে?

মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে রাজ্যের সব জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদনকারীদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ বার দশম থেকে পঞ্চদশ পর্যায়ে পর্যন্ত ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই ছয় দফাতে যে জেলাগুলির ইন্টারভিউ নেওয়ার বাকি ছিল প্রত্যেকটি জেলার ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে দেওয়া হবে।

ফাইল ছবি।ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Mar 2023,
  • अपडेटेड 2:22 PM IST
  • মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে রাজ্যের সব জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদনকারীদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
  • এ বার দশম থেকে পঞ্চদশ পর্যায়ে পর্যন্ত ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে রাজ্যের সব জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদনকারীদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ বার দশম থেকে পঞ্চদশ পর্যায়ে পর্যন্ত ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই ছয় দফাতে যে জেলাগুলির ইন্টারভিউ নেওয়ার বাকি ছিল প্রত্যেকটি জেলার ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে দেওয়া হবে।

১২ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত মালদা, মুশিদাবাদ, উত্তর ২৪ পরগনা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়া, এই ছয় জেলার নেওয়া হবে আবেদনকারীদের ইন্টারভিউ। এই ছয় জেলার আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়ার পর আর কোনও জেলার আবেদনকারীদের ইন্টারভিউ নেবার বাকি থাকবে না। 

আরও পড়ুন

গত ১১ ডিসেম্বর পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের টেট। তার ৫৯ দিনের মাথায় প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের ফল প্রকাশ করে। পর্ষদের পক্ষ থেকে এই প্রথম টেটের ওএমআর শিটের রিভিউ ও স্ক্রুটিনি করার সুযোগ দেওয়া হয় চাকরিপ্রার্থীদের কাছে। তারপর ৩৬০০-এর বেশি চাকরি প্রার্থী আবেদন করে রিভিউ ও স্কুটিনির জন্য।

 

Read more!
Advertisement
Advertisement