Advertisement

SwasthyaSathi: বেসরকারি হাসপাতাল ফেরাতে পারবে না স্বাস্থ্যসাথী কার্ড! নির্দেশ রাজ্য স্বাস্থ্য কমিশনের

স্বাস্থ্যসাথী কার্ডের কোনও রোগীকে ফেরাতে পারবে না বেসরকারি হাসপাতালগুলি। বুধবার অনলাইনে সাংবাদিক বৈঠকে এ কথা স্পষ্ট করেন রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন অসীম কুমার বন্দ্যোপাধ্যায়।

স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলিকে কড়া নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য কমিশন।স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলিকে কড়া নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য কমিশন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Oct 2021,
  • अपडेटेड 10:59 AM IST
  • স্বাস্থ্যসাথী কার্ডের কোনও রোগীকে ফেরাতে পারবে না বেসরকারি হাসপাতালগুলি।
  • বুধবার অনলাইনে সাংবাদিক বৈঠকে এ কথা স্পষ্ট করেন রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন অসীম কুমার বন্দ্যোপাধ্যায়।
  • স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিতে রোগীদের হয়রানির ঘটনায় কড়া হাতে রাশ টানতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

সমগ্র বাংলার মানুষকে নিখরচায় সার্বিক স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনতে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে স্বাস্থ্যসাথী বা যে কোনও কেন্দ্র বা রাজ্য সরকারি হেলথ কার্ড সঙ্গে থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, এখন থেকে রাজ্যের সরকারি হাসপাতালে ভর্তি হতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড, কেন্দ্রের সিজিএইচএস কার্ড অথবা ইএসআই কার্ড দেখাতে হবে। কারও কাছে যদি হাসপাতালে ভর্তির সময় এই কার্ডগুলি না থাকে, তাহলে আধার নম্বর দিয়ে স্বাস্থ্য কার্ড সংক্রান্ত তথ্য জানিয়ে ভর্তি হওয়া যাবে।

এর পাশাপাশি এবার রাজ্য সরকারি হেলথ কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিতে রোগীদের হয়রানির ঘটনায় কড়া হাতে রাশ টানতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী কার্ডের কোনও রোগীকে ফেরাতে পারবে না বেসরকারি হাসপাতালগুলি। বুধবার অনলাইনে সাংবাদিক বৈঠকে এ কথা স্পষ্ট করেন রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন অসীম কুমার বন্দ্যোপাধ্যায়।

দীর্ঘদিন ধরেই নানা যুক্তি বা অজুহাতে স্বাস্থ্যসাথী কার্ডের রোগীদের ফিরিয়েছে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল। কখনও হাসপাতাল কর্তৃপক্ষের যুক্তি, স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে রোগীর আঙুলের ছাপ মিলছে না, তা কখনও দেরিতে কার্ড দেওয়া হয়েছে এই যুক্তিতে রাজ্য সরকারি হেলথ কার্ডের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে রোগীদের।

আরও পড়ুন

গত দেড় মাসে স্বাস্থ্যসাথী কার্ডের রোগী ফেরানোর বা রাজ্য সরকারি হেলথ কার্ডের সুবিধা থেকে রোগীকে বঞ্চিত করার একাধিক অভিযোগ জমা পড়েছে। এমনই ৭টি অভিযোগ নিয়ে শুনানি হবে আগামী ৩ নভেম্বরে। তার আগেই স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলিকে কড়া নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য কমিশন। কমিশন সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতার তিন-চারটি কর্পোরেট হাসপাতাল স্বাস্থ্যসাথীর রোগী ভর্তির ক্ষেত্রে স্বাস্থ্যভবনের সঙ্গে বৈঠকে বসে। ওই আলোচনার পর ওই কর্পোরেট হাসপাতালগুলিও রাজি হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের রোগীদের পরিষেবা দিতে।
 

Read more!
Advertisement
Advertisement