Advertisement

Gour Banga University: অধ্যাপক-পুত্রের ফল আটকে গেল, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে জোর বিতর্ক

বাবা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তাই ছেলের ফাইনাল বর্ষের রেজাল্ট আটকে দিল কতৃপক্ষ, এমন অভিযোগই উঠেছে।। এই ঘটনায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের বিরুদ্ধে ইংলিশবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের করেন বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক। পাল্টা পরীক্ষা নিয়ামককে প্রাণনাশের হুমকি অধ্যাপকের, এমনই অভিযোগ উঠেছে। 

ছবি সংগৃহীত।ছবি সংগৃহীত।
শ্রেয়সী দে
  • কলকাতা,
  • 25 Jul 2025,
  • अपडेटेड 2:10 PM IST
  • অধ্যাপক-পুত্রের ফল আটকে দিল কর্তৃপক্ষ।
  • পরীক্ষা নিয়ামকের বিরুদ্ধে ইংলিশবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়।
  • পরীক্ষা নিয়ামককে প্রাণনাশের হুমকি অধ্যাপকের, এমনই অভিযোগ উঠেছে। 

বাবা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাই ছেলের ফাইনাল বর্ষের রেজাল্ট আটকে দিল কতৃপক্ষ, এমন অভিযোগই উঠেছে।। এই ঘটনায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের বিরুদ্ধে ইংলিশবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের করেন বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক। পাল্টা পরীক্ষা নিয়ামককে প্রাণনাশের হুমকি অধ্যাপকের, এমনই অভিযোগ উঠেছে। 


গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এহেন কাণ্ড ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কিন্তু কেন এমন ঘটল? যা ঘিরে তোলপাড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস! ঘটনার সূত্রপাত, পরীক্ষার সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগ ঘিরে। ছেলেকে বাড়তি বিশেষ সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপকের বিরুদ্ধে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ছাত্রটির বাবা অচিন্ত্য কুমার বন্দ্যোপাধ্যায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আবার তিনিই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সঙ্গে যুক্ত। আর তার জন্য ছেলেকে বাড়তি বিশেষ সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে অচিন্ত্যবাবুর বিরুদ্ধে।পরীক্ষা সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগ ঘিরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকার ও অধ্যাপক অচিন্ত্য কুমার বন্দ্যোপাধ্যায়ের  স্নায়ুযুদ্ধ শুরু হয়।

পরীক্ষা নিয়মক বিশ্বরূপ সরকারের দাবি, অধ্যাপকের কোনও ছেলে যদি পরীক্ষার্থী হয়। তবে পরীক্ষার সঙ্গে সেই অধ্যাপক যুক্ত থাকতে পারেন না। এক্ষেত্রে এমনটাই ঘটেছে। তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অধ্যাপক-পুত্রের ফাইনাল সেমিস্টারের ফল প্রকাশ না করে আটকে দেওয়া হয়েছে।এরপরই অধ্যাপক ক্ষিপ্ত হয়ে পরীক্ষা নিয়ামকের ঘরে ঢুকে তাঁকে প্রাণনাশের হুমকি  দিয়েছেন বলে অভিযোগ। আর যা ঘিরে সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 

যদিও এই বিষয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অধ্যাপক অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তিনি কোনও পরীক্ষা সংক্রান্ত নিয়ম ভঙ্গ করেননি। আগেই বিশ্ববিদ্যালয়কে মেইল করে বিষয়টি জানিয়েছিলেন তিনি।আর হুমকি দেওয়ার যে অভিযোগ উঠছে তা ভিত্তিহীন। পাশাপাশি, পুত্রের উপর মানসিক নির্যাতনের অভিযোগ তুলে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়মকের নামে ইংলিশবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন এই অধ্যাপক।    

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষা হয়। সেই পরীক্ষায় বিদ্যালয়ের অধ্যাপকের ছেলে অম্লান পরীক্ষার্থী ছিলেন। অথচ এই পরীক্ষার বিভিন্ন দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপকই। ছেলে পরীক্ষার্থী রয়েছে জেনেও তিনি এই পরীক্ষা সংক্রান্ত বিষয় থেকে সরে আসেননি বলে অভিযোগ। অথচ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নিকট কোন আত্মীয় পরীক্ষা দিলেও কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে পরীক্ষা ব্যবস্থা থেকে অব্যাহতি নিতে হয়। কিন্তু সেই ক্ষেত্রে ওই অধ্যাপক এমনটা করেননি বলে অভিযোগ। গত মঙ্গলবার ফলাফল প্রকাশিত হয়। অনিয়মের অভিযোগ ওঠায় বাকিদের ফলাফল প্রকাশ করা হলেও অম্লানের ফলাফল প্রকাশ করা হয়নি। 

Advertisement

রাজ্য বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, পশ্চিমবঙ্গে মধ্যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির একটা আঁতুরঘর বলে পরিচিত।


সংবাদদাতা- তন্ময় চক্রবর্তী

Read more!
Advertisement
Advertisement