Puri Digha Rath Yatra 2025 Live: দিঘায় প্রথমবার গড়াল রথের চাকা, সূচনা করলেন মমতা

Aajtak Bangla | কলকাতা | 27 Jun 2025, 3:01 PM IST

Jagannath Rath Yatra 2025 Live: আজ রথযাত্রা। জগন্নাথ মন্দির নির্মাণের পর এই প্রথমবার পূর্ব মেদিনীপুরের দিঘায় রথযাত্রা পালিত হল। রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিঘার পাশাপাশি, প্রতি বছরের মতো এবারও পুরীতে রথযাত্রা ঘিরে সাজ সাজ রব। পুরীর রথে ভক্তদের ঢল নেমেছে। 

দিঘায় রথযাত্রার সূচনা করলেন মমতা।

Jagannath Rath Yatra 2025 Live: আজ রথযাত্রা। জগন্নাথ মন্দির নির্মাণের পর এই প্রথমবার পূর্ব মেদিনীপুরের দিঘায় রথযাত্রা পালিত হল। রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিঘার পাশাপাশি, প্রতি বছরের মতো এবারও পুরীতে রথযাত্রা ঘিরে সাজ সাজ রব। পুরীর রথে ভক্তদের ঢল নেমেছে। 

অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হয়েছে। দিঘার জগন্নাথ মন্দির ঘিরে উৎসাহও বেড়েছে পর্যটকদের মধ্যে। দিঘায় প্রথমবার রথযাত্রায় বহু মানুষের সমাগম হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ জোর দেওয়া হচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। মন্দিরের চার কোণে চারটি ওয়াচ টাওয়ার থাকছে। রথ যে রাস্তা দিয়ে যাবে, সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। 

6:03 PM (7 days ago)

মহারাষ্ট্র: নাসিকে রথযাত্রার অনুষ্ঠান

Posted by :- Soumick Majumdar

মহারাষ্ট্র: নাসিকে রথযাত্রার অনুষ্ঠান কেমন হয় জানেন? নাগপুরের ভোঁসলে রাজপরিবারের সদস্যের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা দেখুন।

2:31 PM (7 days ago)

দিঘায় গড়াল রথের চাকা

Posted by :- Souradip

জগন্নাথ মন্দির তৈরির পর দিঘায় প্রথমবার রথের চাকা গড়াল। রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী। 

2:00 PM (7 days ago)

দিঘায় রথযাত্রার অনুষ্ঠানস্থলে মমতা

Posted by :- Souradip

দিঘায় রথযাত্রার অনুষ্ঠানস্থলে পৌঁছোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটু পরেই রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন তিনি।

12:52 PM (7 days ago)

সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দেবেন মমতা

Posted by :- Souradip

দুপুুরে শুরু হবে দিঘার রথযাত্রা। রীতি মেনে সোনার ঝাড়়ু দিয়ে রাস্তা পরিষ্কারের পর রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই দিঘায় বহু মানুষের সমাগম হয়েছে।

12:50 PM (7 days ago)

শুরু হল পুরীর রথযাত্রা

Posted by :- Soumick Majumdar

শুরু হল  পুরীর রথযাত্রা। দেখুন ভিডিও-  

12:02 PM (7 days ago)

পুরীতে পহন্ডি রীতি

Posted by :- Rupsa

পুরীর জগন্নাথ মন্দিরে চলছে পহন্ডি রীতি

পুরীর জগন্নাথ মন্দির
11:55 AM (7 days ago)

দিঘায় রথে আনা হয়েছে বলরাম, জগন্নাথ এবং সুভদ্রার বিগ্রহ

Posted by :- Madhurma Dev

দিঘায় রথে চাপলেন বলরাম, জগন্নাথ এবং সুভদ্রা। রথে আনার পর শঙ্খধ্বনির সঙ্গে হয় আরতি। সকালের এই অনুষ্ঠানকে হল ‘পাহান্ডি বিজয়’। অর্থাৎ পায়ে হেঁটে রথে চড়েন জগন্নাথ। 

11:49 AM (7 days ago)

আজ দিঘার জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা

Posted by :- Soumick Majumdar

আজ দিঘার জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা। তুঙ্গে প্রস্তুতি। অন্য়দিকে পুরীতেও জনজোয়ার। দেখুন পুরীর রথের ছবি:
 

11:11 AM (7 days ago)

দোল দিতে দিতে জগন্নাথের কাঠের মূর্তি রথে তোলা হচ্ছে

Posted by :- Madhurma Dev

চলছে বৃষ্টি। এর মধ্যেই দিঘায় খোল করতাল বাজিয়ে দোল দিতে দিতে জগন্নাথের কাঠের মূর্তি রথে তোলার প্রক্রিয়া চলছে।
 

11:10 AM (7 days ago)

দিঘায় মাইকিং

Posted by :- Rupsa

সকাল থেকেই আকাশের মুখ ভার। পূর্ণিমার থাকায় সমুদ্র উত্তাল রয়েছে। দুর্ঘটনা এড়াতে কড়া নজদারি চালাচ্ছে প্রশাসন। পাশাপাশি করা হচ্ছে মাইকিংও।

10:51 AM (7 days ago)

আহমেদাবাদে রথযাত্রায় হাতির তাণ্ডব

Posted by :- Arindam

দেশজুড়ে পালিত হচ্ছে জগন্নাথের রথযাত্রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে এই পবিত্র দিনে গুজরাতের আহমেদাবাদে ঘটে গেল অস্বস্তিকর এক ঘটনা। রথযাত্রার সময় একটি হাতি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে এলাকায় হইচই পড়ে যায়। চোখের সামনে দাঁড়িয়ে থাকা বহু মানুষ আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। এক প্রত্যক্ষদর্শীর কথায়, 'এক মুহূর্তে মনে হচ্ছিল, হাতিটা যেন আমাদের পিষে দেবে!' সঙ্গে সঙ্গে পুলিশ ও বনদফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। তারা লোকজনকে সিটি বাজানো বন্ধ করতে বলেন, কারণ তীব্র শব্দে হাতি আরও উত্তেজিত হতে পারত। কিছুক্ষণের চেষ্টায় হাতিকে শান্ত করা সম্ভব হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যবশত, কেউ আহত হয়নি। তবে কিছুক্ষণ ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল।

10:49 AM (7 days ago)

দিঘায় প্রথম রথযাত্রায় ভক্তদের ঢল

Posted by :- Souradip

দুপুরেই দিঘায় প্রথম বার রথের চাকা গড়াবে। তার আগে দিঘার জগন্নাথ মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড়।

 

 

10:09 AM (7 days ago)

পুরীতে ভক্তদের উপর জল

Posted by :- Rupsa

পুরীতে আর্দ্রতাজনিত আবহাওয়ার মধ্যেই রথযাত্রায় সামিল ভক্তদের উপর জলবর্ষণ। 

 

9:39 AM (7 days ago)

দিঘায় কোন পথে গড়াবে রথের চাকা?

Posted by :- Souradip

জানা গিয়েছে, দিঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির পর্যন্ত প্রায় ১ কিমি রাস্তা জুড়ে চলছে রথ। রথ টানা হবে মন্দিরের দক্ষিণ গেট দিয়ে। ১১৬-বি জাতীয় সড়ক ধরে রথ পৌঁছোবে মাসির বাড়ি পর্যন্ত। নিরাপত্তার স্বার্থে শুধুমাত্র অলিম্পিয়ান ও সাধুসন্তেরা রথের সামনে থাকতে পারবেন। 

9:12 AM (7 days ago)

কখন শুরু দিঘার রথযাত্রা?

Posted by :- Rupsa

সকাল ৯.৩০ থেকে দিঘার জগন্নাথ মন্দিরে শুরু হবে পুজোপাঠ। দুপুর ২টো থেকে ২.৩০-এর মধ্যে হবে আরতি। এরপরই রথের রশিতে পড়বে টান।

8:48 AM (7 days ago)

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

Posted by :- Rupsa

রথযাত্রায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 

8:25 AM (7 days ago)

পুরীতে ভক্তদের ঢল

Posted by :- Souradip

পুরীর জগন্নাথধামে লাখো লাখো মানুষের সমাগম। প্রতি বছরের মতো ধুমধাম করে পালিত হচ্ছে রথযাত্রা। দেখুন সেই ছবি...

 

8:21 AM (7 days ago)

দুপুরে দিঘায় রথযাত্রা

Posted by :- Souradip

জগন্নাথ মন্দির তৈরির পর দিঘায় প্রথমবার রথযাত্রা পালিত হচ্ছে দিঘায়। দুপুর আড়াইটে নাগাদ দিঘায় রথ টানা হবে। রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

7:48 AM (7 days ago)

দিঘায় প্রথমবার রথযাত্রা

Posted by :- Souradip

জগন্নাথ মন্দির নির্মাণের পর এই প্রথমবার পূর্ব মেদিনীপুরের দিঘায় রথযাত্রা পালিত হতে চলেছে। রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর আড়াইটে নাগাদ রথ টানা হবে। দিঘায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।