Advertisement

Purulia: পুরুলিয়ায় মা ও তিন কিশোরী মেয়ের দেহ উদ্ধার, আত্মহত্যা না খুন?

পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের লতাপাড়া গ্রামে চাঞ্চল্যকর ঘটনায় একই পরিবারের এক মহিলা ও তাঁর তিন নাবালিকা মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃতদের নাম প্রিয়া গড়াই (৩২), বৈশাখী গড়াই (১২), পল্লবী গড়াই (১০) এবং সৌরভী গড়াই (৬)।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Sep 2025,
  • अपडेटेड 11:15 AM IST
  • পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের লতাপাড়া গ্রামে চাঞ্চল্যকর ঘটনায় একই পরিবারের এক মহিলা ও তাঁর তিন নাবালিকা মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে।
  • মৃতদের নাম প্রিয়া গড়াই (৩২), বৈশাখী গড়াই (১২), পল্লবী গড়াই (১০) এবং সৌরভী গড়াই (৬)।

পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের লতাপাড়া গ্রামে চাঞ্চল্যকর ঘটনায় একই পরিবারের এক মহিলা ও তাঁর তিন নাবালিকা মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃতদের নাম প্রিয়া গড়াই (৩২), বৈশাখী গড়াই (১২), পল্লবী গড়াই (১০) এবং সৌরভী গড়াই (৬)।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। জানা গিয়েছে, ভিনরাজ্যে সবজি বিক্রি করা প্রিয়ার স্বামী আনন্দ গড়াই রাত বারোটা নাগাদ বাড়ি ফিরে এসে স্ত্রী ও সন্তানদের অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গেই তাঁদের বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যেবেলা পর্যন্ত প্রিয়া ও তাঁর সন্তানরা স্বাভাবিক অবস্থায় ছিলেন। কয়েক ঘণ্টার মধ্যে এমন মর্মান্তিক পরিণতির কারণ এখনও স্পষ্ট নয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনা খতিয়ে দেখছে। প্রিয়া কি সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেছেন, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে বান্দোয়ান থানার পুলিশ। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ লতাপাড়া গ্রাম।

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement