Advertisement

'শ্রীলঙ্কার মতো পরিণতি হবে', বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সমস্ত  রাজনৈতিক দল। প্রতিপক্ষের বিরুদ্ধে চলছে ধারাল ভাষায় আক্রমণ। কখনও কখনও তো রীতিমতো হুঁশিয়ারির সুরও ধেয়ে আসছে। এবার সেই হুঁশিয়ারির তালিকায় আরও এক সংযোজন।

মোশারফ হোসেনমোশারফ হোসেন
প্রীতম ব্যানার্জী
  • পুরুলিয়া,
  • 15 Sep 2025,
  • अपडेटेड 5:41 PM IST

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সমস্ত  রাজনৈতিক দল। প্রতিপক্ষের বিরুদ্ধে চলছে ধারাল ভাষায় আক্রমণ। কখনও কখনও তো রীতিমতো হুঁশিয়ারির সুরও ধেয়ে আসছে। এবার সেই হুঁশিয়ারির তালিকায় আরও এক সংযোজন। 

পুরুলিয়ায় এক সভা মঞ্চ থেকে বিরোধীদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। তিনি বলেন, 'সময় থাকতে বিদায় নিয়ে নিন। না হলে শ্রীলঙ্কার এমপিদের মতো পালাতে সুযোগ পাবেন না। ছোট ছোট কাপড় পরে রাস্তায় রাস্তায় দৌড়াতে হবে।'

SIR ও বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের উপরে অত্যাচারের অভিযোগ তুলে, পুরুলিয়ার চরগালি গ্রামে প্রতিবাদ সভা আয়োজন করে পুরুলিয়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেল। আর সেই সভাতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখার সময় এই ভাষায় হুঁশিয়ারি দেন  তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশারফ হোসেন। শুনে নেওয়া যাক কী বললেন তিনি।

আরও পড়ুন

শুনলেন তো মোশারফ হোসেনের বক্তব্য। পরে সংবাদমাধ্যমের তরফে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলেও, কার্যত একই কথা বলেন তিনি। আর এই তাঁর এই বক্তব্যের পরেই জেলার রাজনৈতিকমহলে ছড়িয়েছে চাঞ্চল্য। তৃণমূলের চরম সমালোচনায় সরব হয়েছে বিজেপি।

Read more!
Advertisement
Advertisement