Advertisement

R G Kar Case: ডাক্তারদের আন্দোলন চলবে? CBI-তদন্তের নির্দেশের পর যা বলছেন বিক্ষোভকারীরা...

আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতি। কর্মবিরতিতে চিকিৎসকরা। মঙ্গলবার এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপরেও আন্দোলন থেকে এখনই পিছু হটলেন না চিকিৎসক-পড়ুয়ারা। মঙ্গলবার হাইকোর্টের নির্দেশের পর আন্দোলনকারী পড়ুয়াদের তরফে জানিয়ে দেওয়া হল, কর্মবিরতি এখনই তোলা হচ্ছে না। সেই সঙ্গে তাঁরা দাবি করলেন যে, কর্মবিরতির জেরে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হচ্ছে না। 

আরজি করকাণ্ডে বিক্ষোভ অব্যাহত।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Aug 2024,
  • अपडेटेड 5:44 PM IST
  • আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতি।
  • কর্মবিরতিতে চিকিৎসকরা।
  • এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতি। কর্মবিরতিতে চিকিৎসকরা। মঙ্গলবার এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপরেও আন্দোলন থেকে এখনই পিছু হটলেন না চিকিৎসক-পড়ুয়ারা। মঙ্গলবার হাইকোর্টের নির্দেশের পর আন্দোলনকারী পড়ুয়াদের তরফে জানিয়ে দেওয়া হল, কর্মবিরতি এখনই তোলা হচ্ছে না। সেই সঙ্গে তাঁরা দাবি করলেন যে, কর্মবিরতির জেরে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হচ্ছে না। 

এদিন সাংবাদিক বৈঠকে আন্দোলনকারীরা বলেন, 'ইমার্জেন্সি পরিষেবা চলছে পুরোদমে। চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হচ্ছে না। রোগীর সমস্যা হতে দিচ্ছি না।' সিবিআই তদন্ত নিয়ে বলেছেন, 'সিবিআই তদন্তের অগ্রগতিতে নজর রাখব।' অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এদিনও ক্ষোভের সুর শোনা গিয়েছে তাঁদের গলায়। আন্দোলনকারীরা বলেন, 'একজন অধ্যক্ষ অবশ্যই ছাত্রদের জন্য।'  

এদিন আরজি কর মেডিক্যালে যান পরিচালক-অভিনেত্রী অপর্ণা সেন-সহ বুদ্ধিজীবীদের একাংশ। এদিন আরজি করে অপর্ণা বলেন, 'কলকাতার নাগরিক হিসাবে এখানে এসেছি। এই নৃশংসতার প্রতিবাদ জানাতে এসেছি। ছাত্ররা যে দাবি করছেন, তাতে সমর্থন জানাতে এসেছি। কলকাতার নাগরিক হিসাবে লজ্জিত। রাজ্য সরকার যুদ্ধকালীন তৎপরতায় কাজ করুক, যাতে মহিলারা সুরক্ষিত ভাবে কাজ করতে পারে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কেন পুলিশ তড়িঘড়ি ময়নাতদন্ত করার জন্য উঠে পড়ে লাগল। আরজি করে সিসিটিভি নেই কেন? পুলিশের ভূমিকা নিয়ে তদন্ত হোক।'

অন্য দিকে, এই ঘটনায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শুভেন্দু বলেন, 'স্বাধীনতা দিবসের সকালে পতাকা তুলুন, বিকেলে রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগ করুন।' শুভেন্দু  আরও বলেন, ' একমাত্র দাবি পদত্যাগ করুন।' বিজেপি বিধায়করা আগামীকাল ধর্নায় বসবেন বলেও এদিন জানান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। শুভেন্দু আরও বলেছেন, 'জঘন্য অপরাধ হয়েছে। আদালাতের পর্যবেক্ষণে অবিলম্বে সিবিআই তদন্ত করা হোক। সবাই রাস্তায় নেমে নবান্নে চলুন।'
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement