Advertisement

Railways Privatisation: লোকাল ট্রেনে এবার থেকে বাদাম-চিপস বেচবে কর্পোরেট হকাররা, কারা এরা?

লোকাল ট্রেনে ৫-১০ টাকার বাদাম, চা-চিপসের দিন কী শেষ? ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। রেল সূত্রে খবর, এবার হাওড়া (Howrah), শিয়ালদহ (Sealdah) ডিভিশনের ট্রেনগুলি থেকে হকার উচ্ছেদ করতে চলেছে রেল। রেলের যাবতীয় ব‌্যবহার্য স্বাচ্ছন্দ‌্যগুলির অধিকাংশই ব‌্যক্তি মালিকানার হাতে তুলে দিয়েছে রেল। এবার হকারিও হবে কর্পোরেট সংস্থার মাধ্যমে। এজন‌্য রেল চুক্তিবদ্ধও হয়েছে নয়ডার একটি সংস্থার সঙ্গে বলে জানা গিয়েছে। 

প্রতীকী ছবি।প্রতীকী ছবি।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 09 Jun 2023,
  • अपडेटेड 2:50 PM IST
  • লোকাল ট্রেনে ৫-১০ টাকার বাদাম, চা-চিপসের দিন কী শেষ?
  • ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

লোকাল ট্রেনে ৫-১০ টাকার বাদাম, চা-চিপসের দিন কী শেষ? ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। রেল সূত্রে খবর, এবার হাওড়া (Howrah), শিয়ালদহ (Sealdah) ডিভিশনের ট্রেনগুলি থেকে হকার উচ্ছেদ করতে চলেছে রেল। রেলের যাবতীয় ব‌্যবহার্য স্বাচ্ছন্দ‌্যগুলির অধিকাংশই ব‌্যক্তি মালিকানার হাতে তুলে দিয়েছে রেল। এবার হকারিও হবে কর্পোরেট সংস্থার মাধ্যমে। এজন‌্য রেল চুক্তিবদ্ধও হয়েছে নয়ডার একটি সংস্থার সঙ্গে বলে জানা গিয়েছে। 

অভিযোগ, ইতিমধ্যে বর্ধমান থেকে চলাচলকারী বিভিন্ন স্বল্পদূরত্বের ট্রেনে হকারদের বিক্রীত যাবতীয় পণ্য বিক্রি করা শুরু করে দিয়েছে চুক্তিবদ্ধ কর্পোরেট সংস্থার লোকজন। এই নিয়ে নিত‌্য হকারেদের সঙ্গে ঝামেলা লেগে রয়েছে। হাওড়া, শিয়ালদহ দুই ডিভিশনে প্রায় দেড় থেকে দু’লক্ষ হকার ট্রেন ও রেল চত্বরে হকারি করে জীবিকা নির্বাহ করেন। হকারি বন্ধ হলে রীতিমতো ভাতে মারা পড়বে এই পরিবারগুলি। তৃণমূল কংগ্রেসের (TMC) শ্রমিক সংগঠনের তরফে এই উচ্ছেদকে চূড়ান্ত জনবিরোধী নীতি রেলের বলে অভিযোগ করা হচ্ছে।

হাওড়া, শিয়ালদহের ট্রেন থেকে হকার সরানোর পরিকল্পনা নেওয়ার পাশাপাশি বিভিন্ন স্টেশন থেকে হকার উচ্ছেদ করেছে রেল। সম্প্রতি হাওড়া স্টেশন চত্বর, সাবওয়ে, বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ।
আইআরসিটিসি সূত্রে খবর, বিভিন্ন দূরপাল্লার ট্রেনে চিকেন কাটলেটের দাম রাখা হয়েছে ৮০ টাকা। এক্ষেত্রে একটি অর্ডারে দুটো কাটলেট দেওয়া হবে। সঙ্গে দু’স্লাইস ব্রেড এবং বাটার চিপলেট। আলুর চপও দেওয়া হবে দুটো করে। সঙ্গে মিলবে ঘুগনি। এর দাম রাখা হয়েছে ৪০ টাকা। ১০০ গ্রাম ঝালমুড়ির দাম ধরা হচ্ছে ৩০ টাকা। প্রতিটির মূল্য GST সমেত।

 

Read more!
Advertisement
Advertisement