কনকনে ঠান্ডা যেন যাচ্ছেই না। জানুয়ারির শেষ লগ্নে হাড়হিম ঠান্ডায় কাবু কলকাতা-সহ গোটা রাজ্য। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত ২ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। অন্য দিকে, শীতের মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। ৩১ জানুয়ারি কলকাতা-সহ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস জানিয়েছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকালও শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং ন্যূনতম ৪০ শতাংশ। আপাতত কলকাতায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
আবার বৃষ্টির পূর্বাভাস
রাজ্যে আবার বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৩১ জানুয়ারি কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। দার্জলিঙে বৃষ্টি বা তুষারপাত হতে পারে। ২৯, ৩০, ৩১ জানুয়ারি উত্তরের বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুই দিনাজপুর এবং মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই।
কত দিন থাকবে জাঁকিয়ে শীত?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিন কলকাতা-সহ রাজ্যে হাড়হিম ঠান্ডা বহাল থাকবে। আগামী ২ দিনে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তার পর থেকে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বৃদ্ধি পাবে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তার পর থেকে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বৃদ্ধি পাবে। উত্তরের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
কোথায় কত তাপমাত্রা?
শনিবার দার্জিলিঙে পারদ নেমেছে ১.৬ ডিগ্রি সেলসিয়াসে। বাগডোগরায় পারদ নেমেছে ৪.৮ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে পারদ নেমেছে ৬.৬ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। মালদায় পারদ নেমেছে ৯.৬ ডিগ্রিতে। কালিম্পঙে পারদ নেমেছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় পারদ নেমেছে ৮.১ ডিগ্রিতে। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে। ক্যানিংয়ে পারদ নেমেছে ১৪ ডিগ্রিতে। দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১০ ডিগ্রি। কাঁথির সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।