পৌষ মাস পড়েছে। তবে আচমকা উধাও হাড় কাঁপানো শীত। পৌষ ও মাঘ এই দু'মাস জাঁকিয়ে শীত উপভোগ করার সময়। তবে শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াল বঙ্গেপসাগরের নিম্নচাপ। পারদ খানিকটা নামছিল। ফের ২ ডিগ্রি নামল তাপমাত্রা। বঙ্গোপসাগরের উপকূলে আবারও ঘূর্ণিঝড় ধাক্কা। সঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস, বইবে ঝোড়ো হাওয়াও।
মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপটি অবস্থান করতে চলেছে। ধীরে ধীরে তা পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে এগোবে। তারপর তা আরও শক্তিশালী হবে। নিম্নচাপের অভিমুখ তামিলনাডু উপকূলের দিকে থাকলেও এই রাজ্যে তার প্রভাব পড়বে। এর ফলে বাতাসে জলীয় বাষ্প ঢুকতে পারে। যে কারণে বৃষ্টির সম্ভাবনা জোরদার হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় আরও কয়েক ডিগ্রি পারদ চড়তে চলেছে। কলকাতায় ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বুধবার থেকে আকাশের মুখ ভার হতে চলেছে। জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। যে কারণে শীতের ব্যাটিং খানিকটা থিতু হবে। কতদিন এমন আবহাওয়া চলবে?
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
বুধবার থেকে আবহাওয়া বদলাবে। ২০ ও ২১ তারিখ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। কুয়াশা প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে।
কলকাতার তাপমাত্রা
আজ কোথায়, কত তাপমাত্রা?শীতের আমেজ আজ খানিকটা কমেছে। কলকাতাতে ১৫ ডিগ্রির ওপরে পারদ উঠেছে। বুধবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্ত পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকবে। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি। পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি। বীরভূমে ১১ ডিগ্রি।