আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার এক বছর পূর্তিতে ফের প্রতিবাদ কর্মসূচির ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। আগামী ৮ অগাস্ট ফের রাতভর প্রতিবাদ কর্মসূচি করা হবে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা জানানো হয়েছে। উল্লেখ্য, গত বছর ৮ অগাস্ট রাতে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটেছিল।
ফের রাত দখলের কর্মসূচি
জানানো হয়েছে, আগামী ৮ অগাস্ট রাত ১২টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত পথে নেমে প্রতিবাদ প্রদর্শন করা হবে। মশাল মিছিলও করা হবে। ৮ অগাস্ট রাত ১২টায় শ্যামবাজারে জমায়েতের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেখান থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মশাল মিছিল করা হবে বলে জানানো হয়েছে। সমাজের সকল স্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, গত বছরের ৮ অগাস্ট রাত ১২টা থেকে ভোর ৪টের মধ্যে ওই ঘটনা ঘটেছিল।
অন্য দিকে, আগামী ৯ অগাস্ট 'কালীঘাট চলো' কর্মসূচির ডাক দিয়েছে অভয়া মঞ্চ। পাশাপাশি, ১৪ অগাস্ট রাত দখলেরও ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।
প্রসঙ্গত, গত বছর ১৪ অগাস্ট প্রাক-স্বাধীনতার রাতে প্রথম বার 'রাত দখলের' ডাক দিয়েছিলেন রিমঝিম সিনহা। তাঁর ডাকে এই প্রতিবাদ কর্মসূচিতে গণজাগরণের ছবি ধরা পড়েছিল। গত ৪ সেপ্টেম্বরও রাত দখলের ডাক দেওয়া হয়েছিল। এবার আরজি করকাণ্ডের ১ বছর পূর্তিতে ফের রাত জাগার কর্মসূচি নেওয়া হল। আরজি করের ঘটনায় নজিরবিহীন প্রতিবাদের সাক্ষী থেকেছে গোটা দেশ। শুধু রাজ্য নয়, দেশ এবং বিদেশেও প্রতিবাদের ছবি দেখা গিয়েছিল। এবার আরজি করকাণ্ডের ১ বছর পূর্তিতে ফের প্রতিবাদ কর্মসূচি পালন করার ডাক দেওয়া হল।