আরজি করকাণ্ডে 'ক্রাইম সিন' বা ঘটনাস্থল পরিদর্শনে যেতে চায় নির্যাতিতার পরিবার। মঙ্গলবার শিয়ালদা আদালতে এই সংক্রান্ত আবেদনের শুনানি হল। ঘটনাস্থল পরিদর্শন করার আবেদনে আপত্তি জানিয়েছে রাজ্য। ধৃত সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবীরাও ঘটনাস্থল পরিদর্শনের আবেদনে আপত্তি জানান। বুধবার এই মামলার রায় ঘোষণা করবে আদালত।
শুনানিতে ঠিক কী হল
এদিন শুনানিতে নির্যাতিতার পরিবারের আবেদনে আপত্তি জানায় রাজ্য। রাজ্যের আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, 'ক্রাইম সিন ঘুরে দেখার কোনও অধিকার আইনজীবী বা কোনও নাগরিকের নেই। আবেদনে স্পষ্ট করে উল্লেখ নেই, তাঁরা সেখানে গিয়ে কী দেখতে চান। পরিবার সিবিআই তদন্তে ত্রুটি রয়েছে বলে দাবি করেছে। তাই পুনরায় তদন্তের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই আবেদন বাতিল করা হোক।' আপত্তির কথা জানিয়েছেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের আইনজীবীও। আবেদনে তাঁদের কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী।
এর পাল্টা নির্যাতিতার পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজি ও অমর্ত্য দে বলেন, 'পরিবার সেমিনার রুম বাদে হাসপাতাল ও ক্রাইম সিন ঘুরে দেখতে চায়।কলকাতা পুলিশের তদন্তে ত্রুটি ছিল বলেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তভার দিয়েছে। পরিবার দেখতে চায় কী হয়েছিল ঘটনাস্থলে। রাজ্য কী লুকোতে চাইছে, যেখানে সিবিআইয়ের কোনও আপত্তি নেই।'
অন্য দিকে, আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার এক বছর পূর্তিতে ফের প্রতিবাদ কর্মসূচির ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। আগামী ৮ অগাস্ট ফের রাতভর প্রতিবাদ কর্মসূচি করা হবে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা জানানো হয়েছে। উল্লেখ্য, গত বছর ৮ অগাস্ট রাতে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটেছিল। জানানো হয়েছে, আগামী ৮ অগাস্ট রাত ১২টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত পথে নেমে প্রতিবাদ প্রদর্শন করা হবে। মশাল মিছিলও করা হবে। ৮ অগাস্ট রাত ১২টায় শ্যামবাজারে জমায়েতের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেখান থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মশাল মিছিল করা হবে বলে জানানো হয়েছে। সমাজের সকল স্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।