Advertisement

আরজি কর কাণ্ড: মেয়ের ডেথ সার্টিফিকেট দিলেন স্বাস্থ্য সচিব, বাবা বলছেন, 'বেশি কায়দা'

আরজি করের নির্যাতিতা তরুণীর 'ডেথ সার্টিফিকেট' বাড়ি এসে দিয়ে গেলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। সেপ্টেম্বর মাস থেকে মেয়ের ডেথ সার্টিফিকেটের জন্য ঘুরছিলেন বৃদ্ধ বাবা-মা। দীর্ঘ সাত মাস পর অবশেষে তা হাতে পেলেন। ধর্ষণ-খুন কাণ্ডে মেয়ের মৃত্যুর শংসাপত্র পেতে দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমস্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2025,
  • अपडेटेड 10:05 AM IST

আরজি করের নির্যাতিতা তরুণীর 'ডেথ সার্টিফিকেট' বাড়ি এসে দিয়ে গেলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। সেপ্টেম্বর মাস থেকে মেয়ের ডেথ সার্টিফিকেটের জন্য ঘুরছিলেন বৃদ্ধ বাবা-মা। দীর্ঘ সাত মাস পর অবশেষে তা হাতে পেলেন। ধর্ষণ-খুন কাণ্ডে মেয়ের মৃত্যুর শংসাপত্র পেতে দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

কলকাতা পুরনিগম ও আরজি কর মেডিক্যাল কলেজের জটিলতায় ডেথ সার্টিফিকেট আটকে ছিল। তা কে দেবেন তা পরিষ্কার করা হচ্ছিল না। সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে আরজি কর মামলা কলকাতা হাইকোর্টে ফেরে। চিকিৎসক তরুণীর বাবার দাবি, "মামলা হাইকোর্টে ফিরতেই তৎপরতার সঙ্গে সার্টিফিকেট দেওয়া হল। আমরা বলি বেশি কায়দা করে আমাদের দিতে হবে। নিজেরাই ঠিক জায়গা থেকে নিয়ে নেব। পেয়েছি তার জন্য ধন্যবাদ। বাবা হয়ে মেয়ের ডেথ সার্টিফিকেটের জন্য ঘওরা খুব দুর্ভাগ্যজনক।" তারপরই বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের সচিব নিজে মৃত চিকিৎসকের বাড়িতে গিয়ে সেই সার্টিফিকেট দিয়ে এসেছেন।

তরুণীর বাবা বলেন, "আমার মেয়ের অরিজিনাল ডেথ সার্টিফিকেটের কপিটা আজকে দিয়ে গেলেন। তিনি এটাও বলে গেলেন পরবর্তী কালে যদি অন্য কপি দরকার হয় তাহলে আরজি কর মেডিক্যাল কলেজের এমএসভিপি দিয়ে দেবেন। আমাদের কাছে সার্টিফিকেট এর লিঙ্কও এসেছে। সেখান থেকেও আমরা প্রিন্ট আউট বের করে নিতে পারব।"

আরও পড়ুন

আরও বলেন, "গত বছরের সেপ্টেম্বরে ফোনে চেষ্টা করছিলাম। চলতি মাসের ৩১ জানুয়ারি আমরা লিখিত দিই। এরপর থেকেই গত কয়েক মাস ধরে কখনও আরজি কর, কখনও পুর কলকাতা পৌরসভার বোরো অফিস, কখনও স্বাস্থ্য ভবন দৌড়াদৌড়ি করছিলাম।" আজ তারই মধ্যে সন্ধেয় ৬টা ৪০ মিনিট নাগাদ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম দীর্ঘ আট মাস পর ডেট সার্টিফিকেট হাতে পেলেন আরজি কর নির্যাতিতার বাবা-মা।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement