Advertisement

RG Kar Protest in Prescription: 'বিচার চাই,' লাল কালির স্ট্যাম্প এবার ডাক্তারের প্রেসক্রিপশনেও

এবার চিকিৎসকদের প্রেসক্রিপশনেও আরজি করের ন্যায়বিচারের দাবি। সোশ্যাল মিডিয়ায় ড. দেবব্রত রায়ের একটি প্রেসক্রিপশন ভাইরাল হয়েছে। তাতে প্রেসক্রিপশনের নিচে লাল কালিতে লেখা, 'আরজি কর: বিচার চাই...'

প্রেসক্রিপশনে আরজি করের ঘটনায় বিচার চাই দাবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Aug 2024,
  • अपडेटेड 5:43 PM IST
  • এবার চিকিৎসকদের প্রেসক্রিপশনেও আরজি করের ন্যায়বিচারের দাবি।
  • সোশ্যাল মিডিয়ায় ড. দেবব্রত রায়ের একটি প্রেসক্রিপশন ভাইরাল হয়েছে।
  • আরজি করের চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় বাংলাজুড়ে 'জাস্টিসে'র দাবি উঠেছে।

এবার চিকিৎসকদের প্রেসক্রিপশনেও আরজি করের ন্যায়বিচারের দাবি। সোশ্যাল মিডিয়ায় ড. দেবব্রত রায়ের একটি প্রেসক্রিপশন ভাইরাল হয়েছে। তাতে প্রেসক্রিপশনের নিচে লাল কালিতে লেখা, 'আরজি কর: বিচার চাই...'

আরজি করের চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় বাংলাজুড়ে 'জাস্টিসে'র দাবি উঠেছে। আলোচ্য প্রেসক্রিপশনের লাল স্ট্যাম্পেও সেই দাবি। স্ট্যাম্পের মাঝে লেখা, 'We Want Justice'। সেই সঙ্গে আরও লেখা, 'অপরাধ চক্রের বিনাশ চাই'। 

চেষ্ট ডিজিজ বিশেষজ্ঞ ড. দেবব্রত রায় জানিয়েছেন, আরজি করের ঘটনার বিচার চেয়েই প্রেসক্রিপশনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন তিনি। 

আরজি করের ঘটনা পর রাজ্যজুড়ে বিক্ষোভের ঝড় উঠেছে। শুধু রাজ্যই নয়, এই আন্দোলনে সামিল হয়েছেন দেশজুড়ে অসংখ্য চিকিৎসকরা। বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এবার রায়গঞ্জের এই চেষ্ট ডিজিজ বিশেষজ্ঞ। রোগী দেখার প্রক্রিয়ার মধ্যেই নীরবেই সরব হলেন তিনি। 

প্রেসক্রিপশনের ছবি।

গত ৯ অগাস্ট আরজি কর থেকে চিকিৎসকের দেহ উদ্ধার হয়। এরপর একাধিকবার রাজ্য প্রশাসনের তদন্তে গাফিলতির দাবি তুলেছেন চিকিৎসকরা। প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন চিকিৎসকরা। তদন্তভার বর্তমানে সিবিআই-এর হাতে। ঘটনার পর কয়েক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। আরজি করের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। অন্যদিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়েও একের পর এক বিতর্কিত দাবি উঠছে। সন্দীপ ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয়টি হল, শুক্রবারও সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করতে দেখা গিয়েছে।

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement