Advertisement

RG Kar Protest-Arup Chakraborty: 'বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরব...' ডাক্তারদের আন্দোলন নিয়ে TMC সাংসদ অরূপের মন্তব্যে বিতর্ক

আরজি করের চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে। নৃশংস ঘটনার প্রতিবাদে সারাদেশের হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভে সামিল হয়েছেন। এমনই পরিস্থিতিতে আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস সাংসদ অরূপ চক্রবর্তী।

চিকিৎসকদের পাল্টা হুঁশিয়ারি অরূপ চক্রবর্তীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Aug 2024,
  • अपडेटेड 8:15 PM IST
  • আরজি করের চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে।
  • নৃশংস ঘটনার প্রতিবাদে সারাদেশের হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভে সামিল হয়েছেন।
  • এমনই পরিস্থিতিতে আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস সাংসদ অরূপ চক্রবর্তী।

আরজি করের চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে। নৃশংস ঘটনার প্রতিবাদে সারাদেশের হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভে সামিল হয়েছেন। এমনই পরিস্থিতিতে আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস সাংসদ অরূপ চক্রবর্তী।

TMC সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, 'মুখ্যমন্ত্রীকে বদনাম করার যে কোনও চেষ্টায় গুরুতর পরিণতি হবে।' বিক্ষোভে অংশগ্রহণকারী চিকিৎসকদের জনরোষের মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। তিনি বলেন, 'চিকিৎসার কাজ না করে যদি আন্দোলনের নামে চিকিৎসকেরা বাড়ি চলে যান এবং আন্দোলনের নামে চিকিৎসকরা যদি প্রেমিক-প্রেমিকাদের নিয়ে বের হন, তাহলে অবশ্যই জনরোষ হবে।'

আরও পড়ুন-  RG Kar Case: কী ঘটেছিল সেই রাতে? কত মিথ্যে বলছে সঞ্জয়? পলিগ্রাফি টেস্টের অনুমতি পেয়ে গেল CBI

'হাসপাতালের পরিষেবা ব্যাহত হলে ক্ষোভ তৈরি হতে পারে'

মাচাঁতলায় এক সমাবেশে, বিরোধীদের সমালোচনা করেন অরূপ চক্রবর্তী। সেই সঙ্গে বিক্ষোভকারী জুনিয়র ডাক্তারদের কাজে ফিরে যাওয়ার জন্য হুঁশিয়ারি দেন। হাসপাতালের পরিষেবা ব্যাহত হলে মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়তে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিরোধীদের কার্যকলাপকে সমর্থন করার অভিযোগে 'পুলিশের একাংশে'রও নিন্দা করেন তিনি। অরূপ চক্রবর্তী পুলিশকে রাজ্য সরকারের নির্দেশাবলী অনুসরণ করতে বলেন। তিনি আরও বলেন, 'জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হতে উঠতে পারে, কোনও রোগীর প্রাণ গেলে জনমনে ক্ষোভ তৈরি হবে। বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হলে রোগীর পরিবার কি তাঁকে ছেড়ে দেবে?'

অরূপ চক্রবর্তীর বক্তব্যের তীব্র নিন্দা করেছে সিপিএম

সিপিএম অরূপ চক্রবর্তীর বক্তব্যের তীব্র নিন্দা করেছে। বিরোধীদের পাল্টা দাবি, জনরোষের মুখে বিরোধী দল, প্রতিবাদী চিকিত্সক এবং এমনকি পুলিশ সহ সকলকে প্রতিপক্ষকেই পাল্টা দোষ দিচ্ছেন তিনি। 

খবরটি হিন্দিতে পড়তে এই লিঙ্কে ক্লিক করুন

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement