Advertisement

Maipith Tiger: অবশেষে খাঁচায় রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ-বন্দিতে স্বস্তিতে মৈপীঠ

দিনভর তাণ্ডব চালিয়েছিল একটি রয়্যাল বেঙ্গল টাইগার। যার জেরে রাতের ঘুম উড়ে গিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ এলাকার বাসিন্দাদের। অবশেষে ভোররাতে বন দফতরের খাঁচায় ধরা পড়ল সেই বাঘ। সোমবার ওই বাঘটির হামলায় এক বনকর্মী জখম হয়েছিলেন। জানা গিয়েছে, গতকাল ভোররাতে খাঁচাবন্দি করা হয়েছে বাঘটিকে। 

প্রতীকী চিত্র।প্রতীকী চিত্র।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Feb 2025,
  • अपडेटेड 7:45 AM IST
  • দিনভর তাণ্ডব চালিয়েছিল একটি রয়্যাল বেঙ্গল টাইগার।
  • যার জেরে রাতের ঘুম উড়ে গিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ এলাকার বাসিন্দাদের।
  • অবশেষে ভোররাতে বন দফতরের খাঁচায় ধরা পড়ল সেই বাঘ।

দিনভর তাণ্ডব চালিয়েছিল একটি রয়্যাল বেঙ্গল টাইগার। যার জেরে রাতের ঘুম উড়ে গিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ এলাকার বাসিন্দাদের। অবশেষে ভোররাতে বন দফতরের খাঁচায় ধরা পড়ল সেই বাঘ। সোমবার ওই বাঘটির হামলায় এক বনকর্মী জখম হয়েছিলেন। জানা গিয়েছে, গতকাল ভোররাতে খাঁচাবন্দি করা হয়েছে বাঘটিকে। 

সূত্রের খবর, একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার হানা দিয়েছিল লোকালয়ে। তাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে বাঘটি সুস্থ রয়েছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে বাঘটিকে। এদিকে, বাঘ ধরা পড়ায় হাঁফ ছেড়ে  বাঁচলেন মৈপীঠের বাসিন্দারা। সোমবার বাঘের হামলার জেরে ঘুম উড়ে গিয়েছিল এলাকাবাসীর। স্থানীয়দের একাংশ জানিয়েছেন, আতঙ্কে অনেকেই রাতে ঘুমোননি। 

রবিবার রাতে মৈপীঠের নগেনাবাদ গ্রামে নদী পেরিয়ে চলে আসে বাঘটি। সোমবার সকালে বাঘটিকে তাড়া দিয়ে জঙ্গলে পাঠানো হয়। পরে ফের লোকালয়ে ঢুকে পড়ে বাঘটি। সেই সময়ই বাঘের হামলার মুখে পড়েন এক বনকর্মী। বাঘের হামলায় গুরুতর জখম হয়েছেন ওই বনকর্মী। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

প্রসঙ্গত, এপ আগেও মৈপীঠেও রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্ক ছড়ায়। কিছু দিন আগে পুরুলিয়ার রাইকা পাহাড়ে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল। গত কয়েক দিন ধরেই এ রাজ্যে লোকালয়ে বাঘের আতঙ্ক ছড়িয়েছে। ওড়িশার সিমলিপাল থেকে জিনত নামের একটি বাঘিনীকে ঘিরে গত বছরের শেষে আতঙ্ক ছড়িয়েছিল। কয়েকদিন ধরে এ রাজ্যে দাপানোর পর শেষে বন্দি করা হয় ওই বাঘিনীকে।  বার বার বাঘের আতঙ্কে উদ্বিগ্ন বনকর্মী থেকে সাধারণ মানুষ।
 

Read more!
Advertisement
Advertisement