Advertisement

Samik Bhattacharya-Dilip Ghosh: ভোটের মুখে শমীক BJP রাজ্য সভাপতি, দিলীপের কী পরামর্শ?

বিজেপির রাজ্য রাজনীতিতে নেতৃত্ব বদলের ইঙ্গিত মিলেছে আগেই। বুধবার দুপুরে কলকাতার সল্টলেক দফতরে মনোনয়ন জমা দিয়ে সেই জল্পনায় কার্যত সিলমোহর দিলেন রাজ্যসভার সাংসদ ও বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। শোনা যাচ্ছে, আর কেউ মনোনয়ন জমা না দিলে তিনিই হতে চলেছেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি।

শমীক ভট্টাচার্য ও দিলীপ ঘোষ।-কোলাজশমীক ভট্টাচার্য ও দিলীপ ঘোষ।-কোলাজ
সুকমল শীল
  • কলকাতা,
  • 02 Jul 2025,
  • अपडेटेड 3:54 PM IST
  • বিজেপির রাজ্য রাজনীতিতে নেতৃত্ব বদলের ইঙ্গিত মিলেছে আগেই।
  • বুধবার দুপুরে কলকাতার সল্টলেক দফতরে মনোনয়ন জমা দিয়ে সেই জল্পনায় কার্যত সিলমোহর দিলেন রাজ্যসভার সাংসদ ও বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।

বিজেপির রাজ্য রাজনীতিতে নেতৃত্ব বদলের ইঙ্গিত মিলেছে আগেই। বুধবার দুপুরে কলকাতার সল্টলেক দফতরে মনোনয়ন জমা দিয়ে সেই জল্পনায় কার্যত সিলমোহর দিলেন রাজ্যসভার সাংসদ ও বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। শোনা যাচ্ছে, আর কেউ মনোনয়ন জমা না দিলে তিনিই হতে চলেছেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি। প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এ প্রসঙ্গে বলেন, 'অনেক শুভেচ্ছা। শমীকদা পুরোনো লোক, ভালোই হবে। দল যখন কাউকে দায়িত্ব দেয়, যোগ্য লোককেই দেয়। দেখা হলে কোনও পরামর্শ চাইলে দেব।'

দিল্লির নির্দেশেই আজ দুপুরে শমীক মনোনয়নপত্র জমা দেন। সঙ্গে ছিলেন বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সন্ধ্যায় বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার বাসভবনে কর্মসূচিতে উপস্থিত থাকাকালীনই শমীককে দায়িত্বের ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে বিজেপি সূত্রের খবর। পরদিন সকালেই দিল্লি থেকে ফোনে তাঁকে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়।

এদিন সকালেই কলকাতায় ফিরে আসেন শমীক, সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। সন্ধ্যায় কলকাতায় পৌঁছোনোর কথা রয়েছে নেতা রবিশঙ্কর প্রসাদেরও, যিনি এই নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক। দলের তরফে জানানো হয়েছে, যদি দ্বিতীয় কোনও প্রার্থী মনোনয়ন না দেন, তবে আজই আনুষ্ঠানিকভাবে শমীক ভট্টাচার্যের নাম ঘোষণা হয়ে যাবে।

এই পরিবর্তন ঘিরে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে বঙ্গ বিজেপিতে। দীর্ঘদিনের মুখপাত্র ও দলের প্রবীণ নেতা হিসেবে শমীকের অভিজ্ঞতা যে নতুন দিশা দেখাবে, সে বিষয়ে আশাবাদী রাজ্য নেতৃত্বের একাংশ।

 

Read more!
Advertisement
Advertisement