Advertisement

Saokat Molla: 'আব্বাস যেখানে প্রার্থী হবে সেখানেই আমি দাঁড়াব', ওপেন চ্যালেঞ্জ শওকতের

ভাঙড়ে দাঁড়িয়ে আব্বাস সিদ্দিকিকে কড়া চ্যালেঞ্জ শওকত মোল্লার। তাঁর বিরুদ্ধে যে কোনও কেন্দ্র থেকে প্রার্থী হতে প্রস্তুত তৃণমূলের এই বিধায়ক। পাশাপাশি নিশানা করলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকেও।

আব্বাস সিদ্দিকি, সওকত মোল্লা আব্বাস সিদ্দিকি, সওকত মোল্লা
স্বপন কুমার মুখার্জি
  • কলকাতা ,
  • 08 Sep 2025,
  • अपडेटेड 2:40 PM IST
  • আব্বাস সিদ্দিকির বিরুদ্ধে ভোটে লড়ার চ্যালেঞ্জ
  • হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক শওকত মোল্লার
  • এদিকে কংগ্রেস-BJP ছেড়ে তৃণমূলে দলবদল ভাঙড়ে

২০২৬ বিধানসভা ভোটের আগে আবারও ভাঙন ভাঙড়ে। কংগ্রেস এবং BJP ছেড়ে কয়েক হাজার কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। ভাঙড়ের ৯১ নম্বর বাসস্ট্যান্ড থেকে সোনপুর সবজি বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ISF এর বিরুদ্ধেই এই প্রতিবাদ মিছিল বলে জানিয়েছেন তিনি। এই প্রতিবাদ সমাবেশ শেষে কংগ্রেস এবং BJP থেকে কয়েক হাজার কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 

দলত্যাগ করার পরেই মঞ্চে দাঁড়িয়েই নওশাদ এবং আব্বাস সিদ্দিকিকে হুমকি দিতে দেখা গেল কংগ্রেস নেতা রফিকুল ইসলামকে। তিনি বলেন, আগামীদিনে ভাঙরের মা- বোনেরা  ঝাঁটা নিয়ে ওদের মুখে মারবে। তিনি আরও বলেন, '২০২১-এর বিধানসভা নির্বাচনে আমার গাড়ি নিয়েই ভোট প্রচার করেছিলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি না থাকলে নওশাদ ভাঙড়ে জিততেই পারত না।' পাশাপাশি আব্বাস সিদ্দিকিকে হুঁশিয়ারি দেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। শওকত বলেন, 'যদি তুই মায়ের দুধ খেয়ে থাকিস, তুই যদি একবার বাপের বেটা হয়ে থাকিস একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া। তুই যেখানে দাঁড়াবি আমি সেখানেই দাঁড়াবো। তুই ভাঙড়ে দাঁড়ালে আমি ভাঙড়েই তোর বিরুদ্ধে প্রার্থী হব। তুই বারুইপুরে প্রার্থী হলে আমি বারুইপুরেই তোর বিরুদ্ধে প্রার্থী হব। তুই ক্যানিংয়ে প্রার্থী হলে আমি ক্যানিংয়েই তোর বিরুদ্ধে প্রার্থী হব।'

এদিকে রফিকুল ইসলামের অভিযোগ প্রসঙ্গে ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি জানিয়েছেন, তিনি তাঁর মেয়াদ শেষে কী কী কাজ করেছেন সব প্রকাশ করে দেবেন। তাঁর বক্তব্য, 'আজ যাঁরা এই সব বলছেন তাঁরা কংগ্রেসের হয়ে কটা মিটিং করেছেন? তাঁরা কংগ্রেসে থেকেই তো তাঁর বিরুদ্ধে অভিযোগ আনতে পারতেন , তৃণমূলে যোগ দিলেন কেন?'

রিপোর্টার: প্রসেনজিৎ সাহা

 

Read more!
Advertisement
Advertisement