Advertisement

'সমালোচকদের গায়ের চামড়া দিয়ে জুতো তৈরি হবে', এবার হুঁশিয়ারি সৌগতর

সৌগত রায় বলেন, সারদার মালিক সুদীপ্ত সেন জেলে থেকে শুভেন্দু অধিকারীর নামে অভিযোগ করেছেন। তিনি জেলে যাওয়ার আগে শুভেন্দুকে ৯ কোটি দিয়েছেন বলে জানিয়ছেন। কিন্তু তার কোনও কোনও বিচার হল না। নরেন্দ্র মোদির আমলে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। শুভেন্দু বড় বড় কথা বলছে, ওকে আগে জেলে ঢোকানো দরকার। তাঁর কটাক্ষ, 'সারা দেশে স্লোগান উঠছে, নরেন্দ্র মোদির দুই ভাই, ইডি আর সিবিআই। এই ভাই ছাড়া বিজেপি দেশের কোথাও টিকবে না।' 

সৌগত রায় (ফাইল ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Aug 2022,
  • अपडेटेड 3:33 PM IST
  • এবার সৌগতর হুঁশিয়ারি
  • নিশানায় তৃণমূলের সমালোচকরা
  • পালটা সমালোচনায় বিজেপি

অসিত মজুমদার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার সৌগত রায়। এবার তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে জুতো তৈরির হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ। সৌগত রায় (Saugata Roy) বলেন, 'যারা আমাদের বেশি নিন্দা করছে, তৃণমূলের সেই সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। এই দিন অপেক্ষা করছে।' রবিবার কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজের সামনে এক দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন তিনি। তৃণমূল সাংসদের এই মন্তব্যের পর খুব স্বাভাবিকভাবেই ফের একবার শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। কড়া সমালোচনায় নেমেছে বিজেপি।

সৌগত রায় আরও বলেন, সারদার মালিক সুদীপ্ত সেন জেলে থেকে শুভেন্দু অধিকারীর নামে অভিযোগ করেছেন। তিনি জেলে যাওয়ার আগে শুভেন্দুকে ৯ কোটি দিয়েছেন বলে জানিয়ছেন। কিন্তু তার কোনও কোনও বিচার হল না। নরেন্দ্র মোদির আমলে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। শুভেন্দু বড় বড় কথা বলছে, ওকে আগে জেলে ঢোকানো দরকার। তাঁর কটাক্ষ, 'সারা দেশে স্লোগান উঠছে, নরেন্দ্র মোদির দুই ভাই, ইডি আর সিবিআই। এই ভাই ছাড়া বিজেপি দেশের কোথাও টিকবে না।' 

শুধু সৌগত রায়ই নয়, এর আগে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ও দলের আরও এক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) মুখেও এই ধরনের কথা শোনা যায়। কল্যাণ বলেন, 'আমাদের একটা ভুল মমতাদি করেছিল। আমি সেটা মনে করতে চাই। দিদির সমালোচনা করা আমার উচিত নয়। কিন্তু আমার এখন মনে হচ্ছে, আগে মনে হয়নি কখনও। বদলা নয়, বদল চাই। বদলার বদলে বদলা চাই। এটাই করা হবে।' 

পাশাপাশি অসুত মজুমদার (Asit Mazumder) বলেন, 'কোথাও যদি আমাদের নেত্রী, আমাদের মা, ভারতের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ অসম্মান করেন, পাল্টা হবে তো? পাল্টা দেবেন তো? মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অসম্মানের পাল্টা চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা হলে ধোলাই হবে পেটাই হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা হলে ধোলাই হবে পেটাই হবে।' 

Advertisement

আরও পড়ুনরেলে বিভিন্ন পদে চাকরি, আর মাত্র ক'দিন বাকি, মাইনে প্রায় ৪৫ হাজার টাকা


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement