Advertisement

Saumitra Khan vs Sujata Mondal: 'উনি পাগল, হতাশায় ভুগছেন', আইনি নোটিশের পর সৌমিত্রকে পাল্টা নিশানা সুজাতার

প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে এবার আইনি নোটিশ পাঠাচ্ছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক একের পর এক অভিযোগে সরব হয়েছেন সাংসদ। পাল্টা দিয়েছেন সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলও। 

সুজাতা মণ্ডল ও সৌমিত্র খাঁ।সুজাতা মণ্ডল ও সৌমিত্র খাঁ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 May 2025,
  • अपडेटेड 10:57 AM IST

প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে এবার আইনি নোটিশ পাঠাচ্ছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক একের পর এক অভিযোগে সরব হয়েছেন সাংসদ। পাল্টা দিয়েছেন সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলও। 

সুজাতাকে ফোন করা হলে তিনি বলেন, "আমার কাছে আইনি নোটিস পৌঁছয়নি। যদি আমার কাছে আসে, তার পাল্টা সামলাতে পারবেন তো? সুজাতা মণ্ডলকে চেনেন না!" তাঁর আরও অভিযোগ, "তিনি হতাশায় ভুগছেন। একজন রেপ কেসের আসামি।"

সাংসদ সৌমিত্র দাবি করেছেন, ছয় মাস ধরে স্কুলে না গিয়েও কলকাতার একটি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সুজাতা নিয়মিত বেতন তুলে গেছেন। এমনকি, ২০২৪ সালের লোকসভা ভোটের প্রচারের সময় তিনি স্কুলে না গিয়েও বেতন গ্রহণ করেছেন, কাটমানি নিয়েছেন বলেও অভিযোগ। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'সব প্রমাণ আমার কাছে ফাইলে রয়েছে। আমি প্রয়োজনে তা জনসমক্ষে আনব।'

প্রসঙ্গত, দিলীপ ঘোষ ইস্যুতে দিন কয়েক আগেই প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করেছিলেন সুজাতা মণ্ডল। এবার তাঁকে পাল্টা আক্রমণ করে বসলেন সাংসদ সৌমিত্র খাঁ। প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডলের বিরুদ্ধে শুধু একের পর এক বিস্ফোরক অভিযোগ করেই ক্ষান্ত হলেন না সাংসদ, সরাসরি প্রাক্তন স্ত্রীকে আইনি নোটিশ পাঠানোর হুঁশিয়ারিও দিলেন। 

সুজাতা মণ্ডলের সঙ্গে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর আইনি বিবাহ বিচ্ছেদ হয়েছিল আগেই। বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলাকালীন একে অপরকে উদ্দেশ্য করে আক্রমণ প্রতি আক্রমণ করতেও পিছপা হননি ওই দম্পতি। আপাতত দু'জনেই দুই পৃথক শিবিরে। সৌমিত্র খাঁ বিজেপির সাংসদ। 

অন্যদিকে সুজাতা মণ্ডল বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ। দু'পক্ষের বিবাদে বেশ কিছুদিন বিরতি চলার পর সম্প্রতি দিলীপ ঘোষ ইস্যুতে ফের তাঁদের বিবাদ প্রকাশ্যে চলে আসে। সুজাতা সৌমিত্র খাঁকে উদ্দেশ্য করে তীব্র কটাক্ষ করেন। তারই পাল্টা এবার সুজাতার বিরুদ্ধে মুখ খুললেন সাংসদ সৌমিত্র। 

সাংসদের দাবি কলকাতার একটি সরকার পোষিত স্কুলের শিক্ষিকা। কিন্তু গত ৬ বছর ধরে তিনি একদিনের জন্যও স্কুলে যাননি। কীভাবে স্কুলে না গিয়ে মাসের পর মাস বেতন তুলছেন সেই প্রশ্ন তুলেছেন সাংসদ। একইসঙ্গে সুজাতার বিরুদ্ধে জেলা পরিষদের মৎস্য বিভাগে ৭০ শতাংশ হারে কাটমানি নেওয়া ও বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ এনেছেন সাংসদ। সুজাতার বিরুদ্ধে চাকরির জন্যে টাকা নেওয়ার অভিযোগও এনেছেন সাংসদ। একইসঙ্গে গত এক বছরে তিনবার সুজাতার বিদেশ যাত্রা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংসদ। 

Advertisement

সাংসদ তথা প্রাক্তন স্বামী সুজাতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনার পর সুজাতা মণ্ডল পাল্টা সৌমিত্রের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন।

Read more!
Advertisement
Advertisement