Advertisement

Sayoni Ghosh: মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে নাড়ুগোপালকে কোলে তুলে নিলেন সাংসদ সায়নী, ভিডিও

তৃণমূল সাংসদ ও অভিনেত্রী সায়নী ঘোষের রাজনৈতিক কর্মব্যস্ততার মাঝে ঘটে গেল এক আবেগঘন মুহূর্ত। রাস্তায় আচমকা এক যুবক তাঁর গাড়ি থামিয়ে একটি ছোট নাড়ুগোপালের মূর্তি তুলে দেন সায়নীর হাতে। এই আকস্মিক ও হৃদয়স্পর্শী ঘটনার একটি ভিডিও নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যাদবপুরের সাংসদ।

গোপালকে কোলে নিয়ে সায়নী ঘোষ।-ভিডিও থেকে নেওয়া ছবিগোপালকে কোলে নিয়ে সায়নী ঘোষ।-ভিডিও থেকে নেওয়া ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Oct 2025,
  • अपडेटेड 1:50 PM IST
  • তৃণমূল সাংসদ ও অভিনেত্রী সায়নী ঘোষের রাজনৈতিক কর্মব্যস্ততার মাঝে ঘটে গেল এক আবেগঘন মুহূর্ত।
  • রাস্তায় আচমকা এক যুবক তাঁর গাড়ি থামিয়ে উপহার দিলেন একটি ছোট নাড়ুগোপালের মূর্তি।

তৃণমূল সাংসদ ও অভিনেত্রী সায়নী ঘোষের রাজনৈতিক কর্মব্যস্ততার মাঝে ঘটে গেল এক আবেগঘন মুহূর্ত। রাস্তায় আচমকা এক যুবক একটি ছোট নাড়ুগোপালের মূর্তি তুলে দেন সায়নীর হাতে। এই আকস্মিক ও হৃদয়স্পর্শী ঘটনার একটি ভিডিও নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যাদবপুরের সাংসদ।

ভিডিওতে দেখা যায়, গাড়ির জানলার পাশে দাঁড়িয়ে এক যুবক হাতে একটি ঠাকুরের মূর্তি তুলে দেন সায়নীর উদ্দেশ্যে।  আপ্লুত হয়ে সেটিকে কোলে তুলে নেন সাংসদ। ক্যাপশনে তিনি লেখেন, 'জব উই মেট। এ চান্স মিটিং উইথ ঠাকুরজি।'

 

যদিও ওই যুবকের পরিচয় নিয়ে কিছু লেখেননি তিনি, তবে মুখে তাঁর স্পষ্ট আনন্দ ও বিস্ময় ধরা পড়েছে। মূর্তিটি ছিল বালক গোপাল বা নাড়ুগোপালের, যাঁকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও প্রিয় দেবতা হিসেবে বিবেচনা করা হয়।

এই ঘটনাটি সায়নীর অনুগামীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। ইনস্টাগ্রাম পোস্টে অনেকেই কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন এবং এই সুন্দর মুহূর্তের প্রশংসা করেছেন।

সম্প্রতি সায়নী ঘোষ লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনায় অংশ নিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রেক্ষিতে তিনি বাংলায়, হিন্দিতে এবং ইংরেজিতে সাবলীল ভাষণে বক্তব্য রেখেছিলেন। প্রথমবারের সাংসদ হওয়া সত্ত্বেও তাঁর আত্মবিশ্বাসী ভঙ্গি, তথ্যভিত্তিক বক্তব্য এবং রাজনৈতিক স্পষ্টতা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।

 

Read more!
Advertisement
Advertisement