Advertisement

Seikh Shahajan: শাহজাহান গ্রেফতার হওয়ার পর ফের কেন ১৪৪ ধারা সন্দেশখালিতে, কোন কোন জায়গায়?

অবশেষে পুলিশ গ্রেফতার করেছে সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে। বৃহস্পতিবার ভোররাতে তাঁকে গ্রেফতার করা হয়। বসিরহাট মহকুমা আদালত শাহজাহানকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তাঁকে নিয়ে আসা হয়েছে কলকাতা। এদিকে তাঁর গ্রেফতারির পরেই সন্দেশখালিতে নতুন করে বেশকিছু জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

সন্দেশখালি। ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Feb 2024,
  • अपडेटेड 2:25 PM IST
  • অবশেষে পুলিশ গ্রেফতার করেছে সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে।
  • বৃহস্পতিবার ভোররাতে তাঁকে গ্রেফতার করা হয়।

অবশেষে পুলিশ গ্রেফতার করেছে সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে। বৃহস্পতিবার ভোররাতে তাঁকে গ্রেফতার করা হয়। বসিরহাট মহকুমা আদালত শাহজাহানকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তাঁকে নিয়ে আসা হয়েছে কলকাতা। এদিকে তাঁর গ্রেফতারির পরেই সন্দেশখালিতে নতুন করে বেশকিছু জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

জানা যাচ্ছে, সন্দেশখালির ২৩টি জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর ফের একাধিক জায়গায় নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কা করা হয়েছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণেই নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শাহজাহান গ্রেফতার হওয়ার আগেও দফায় দফায় সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি হয়েছিল। এবারে আশঙ্কা করা হচ্ছে, সন্দেশখালিতে শাহজাহানের সমর্থক ও অনুগামীদের ওপর হামলা হতে পারে। 

বৃহস্পতিবার সকালে শেখ শাহাজাহানকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে মিনাখাঁ থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩৪১, ১৮৬, ৩৫৩, ৩২৩, ৪২৭, ৩৭০, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে। ন্যাজাট থানায় মোট ১১টি ধারায় মামলার রুজু করে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় পুলিশ। প্রথমে ১৪ দিনের পুলিশি হেফাজত চাওয়া হলেও শাহজাহানকে ১০ দিনে হেফাজত দেওয়া হয়েছে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement