Advertisement

BJP Shamik Bhattacharya: হঠাত্‍ শমীক ফোন করলেন তৃণমূলের সুজিতকে, কেন? BJP রাজ্য সভাপতি যা জানালেন

রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর সঙ্গে সরাসরি কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে এই নিয়ে জল্পনা তুঙ্গে।

কী নিয়ে কথা হল? জানালেন শমীক নিজেই।কী নিয়ে কথা হল? জানালেন শমীক নিজেই।
স্বপন কুমার মুখার্জি
  • কলকাতা,
  • 18 Aug 2025,
  • अपडेटेड 3:17 PM IST
  • সুজিত বসুর সঙ্গে সরাসরি কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
  • স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে এই নিয়ে জল্পনা তুঙ্গে।
  • তবে কি ছাব্বিশের নির্বাচনের আগে নতুন কোনও সমীকরণ তৈরি হচ্ছে?

রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর সঙ্গে সরাসরি কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে এই নিয়ে জল্পনা তুঙ্গে। তবে কি ছাব্বিশের নির্বাচনের আগে নতুন কোনও সমীকরণ তৈরি হচ্ছে? যদিও সেই জল্পনায় জল ঢেলেছেন শমীক নিজেই। জানালেন, রেল প্রকল্পের কাজ নিয়ে আলোচনা করতেই তিনি সুজিত বসুর সঙ্গে আলোচনা করেন। দমদমে এক সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য নিজেই বিষয়টি প্রকাশ্যে আনেন। তাঁর বক্তব্য, সল্টলেক থেকে কলকাতার কানেকশানের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বহুদিন ধরেই আটকে আছে। সেই কারণেই তিনি দমকলমন্ত্রী সুজিত বসুর সঙ্গে যোগাযোগ করেছিলেন।

শমীক জানান, দমকল মন্ত্রী তাঁকে বলেছেন যে, তাঁর তত্ত্বাবধানে এক প্রান্তের কাজ সম্পূর্ণ হয়েছে। কিন্তু চিংড়িহাটা অঞ্চলে কলকাতা পুলিশ এবং ট্রাফিক পুলিশের আপত্তির কারণে তিনটি স্তম্ভ সরানো যাচ্ছে না। সেই কারণেই পুরো প্রকল্প আটকে রয়েছে।

'মন্ত্রী অপারগতা স্বীকার করেছেন'
শমীক ভট্টাচার্যের কথায়, 'দমকল মন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে তিনি কিছু করতে পারছেন না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।' তাঁর অভিযোগ, রাজ্যে এ ধরনের সমস্যার মূল কারণ জমিজট।

শমীক দাবি করেন, জমিজটের কারণে রেলের অন্তত ৪৩টি প্রকল্পের কাজ থমকে আছে। এ জন্য তিনি সরাসরি রাজ্য সরকারকে দায়ী করেন।

বিজেপি সভাপতির অভিযোগ
শমীকের অভিযোগ, কেন্দ্রের বিরোধিতা করার জন্যই একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প রাজ্যে শুরু করা সম্ভব হয়নি। উন্নয়ন বারবার ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, 'শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রের প্রস্তাবগুলিকে আটকে দেওয়া হচ্ছে। ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।' 

রাজ্যের বিজেপি সভাপতি আরও বলেন, 'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা। তিনি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বিশ্বাসী। তাঁর লক্ষ্য রাজ্যের উন্নয়ন, সাধারণ মানুষের জীবনমান উন্নত করা। কিন্তু রাজ্য সরকারের নীতির কারণে উন্নয়ন থমকে যাচ্ছে।' 

Read more!
Advertisement
Advertisement