Advertisement

Shashi Panja: 'ওমর আবদুল্লাহ আসায় BJP-র এত অস্বস্তি কেন?' শুভেন্দুর কাশ্মীর-নিষেধে পাল্টা শশী

বাংলার পর্যটকদের কাশ্মীর যেতে নিষেধ করছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার কথায় কিছু যায় আসে না। শুক্রবার এমনটাই বললেন শশী পাঁজা।

শুভেন্দুর পাল্টা অবস্থান শশী পাঁজার।শুভেন্দুর পাল্টা অবস্থান শশী পাঁজার।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jul 2025,
  • अपडेटेड 1:02 PM IST
  • বাংলার পর্যটকদের কাশ্মীর যেতে নিষেধ করছেন শুভেন্দু অধিকারী।
  • শুক্রবার এমনটাই বললেন শশী পাঁজা।
  • সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেন তিনি।

বাংলার পর্যটকদের কাশ্মীর যেতে নিষেধ করছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার কথায় কিছু যায় আসে না। শুক্রবার এমনটাই বললেন শশী পাঁজা। এদিন সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেন তিনি।

বৃহস্পতিবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বৈঠকের পর ওমর জানান, পহেলগাঁও হামলার পর জম্মু-কাশ্মীরের পর্যটন যত দ্রুত সম্ভব স্বাভাবিক পর্যায়ে ফেরানোই তাঁদের লক্ষ্য। আর সেই উদ্দেশ্যে সমস্ত প্রচেষ্টা করা হচ্ছে। বাংলার পর্যটকদের কাশ্মীর ভ্রমণের আমন্ত্রণ জানান। 

বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জম্মু-কাশ্মীর সফরের অনুরোধ করেন ওমর আবদুল্লাহ। জবাবে মমতা জানান, দুর্গাপুজোর পরে কোনও এক সময়ে সফরের পরিকল্পনা করা যেতে পারে। 

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জম্মু-কাশ্মীরে দ্রুত শান্তি ফেরানোর বার্তা দেন। 

তবে এই বৈঠকের প্রতিক্রিয়ায় রীতিমতো বিপরীত অবস্থান গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'বাংলার হিন্দু পর্যটকরা জম্মু কাশ্মীরে যাবেন না।' তিনি নিরাপত্তার স্বার্থে পশ্চিমবঙ্গের পর্যটকদের জম্মু-কাশ্মীর যাওয়ার বিষয়ে সাবধান করে দেন। 

তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে শুক্রবার সাংবাদিক বৈঠক করেন শশী পাঁজা। বলেন, 'পর্যটকদের কাশ্মীরে যেতে নিষেধ করছেন বিরোধী দলনেতা। তবে তাঁর কথায় কিছু এসে যায় না।' দলের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, যেখানে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিরাপদ ও স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, এমন পরিস্থিতিতে এহেন মন্তব্য ঠিক নয়। এই মন্তব্য কেন্দ্রীয় সরকারের নির্দেশেই করা হচ্ছে কিনা, সেই প্রশ্নও তোলেন। শশী বলেন, বিজেপি নেতারা এখন ভাবেন, তাঁরাই কেন্দ্রীয় সরকার। কিন্তু বাস্তবে তা নয়। 

বিরোধী দলনেতার তুলোধনা করে শশী বলেন, 'জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বাংলায় এসেছেন, তাতে বিজেপি-র এত অস্বস্তি হচ্ছে কেন?' 
 

Read more!
Advertisement
Advertisement