Advertisement

Howrah : শিবপুরে অভিজাত আবাসনে শ্যুটআউট, গুলিবিদ্ধ যুবতী ভর্তি হাসপাতালে

শিবপুরের অভিজাত আবাসন আইডিয়াল গ্র্যান্ডে ডি ব্লকের পনেরো তলার ফ্ল্যাটে থাকেন পুনম যাদব নামের ওই যুবতী। স্বামী গোপাল যাদব ও এক শিশু সন্তানকে নিয়ে তাঁর সংসার। বুধবার সকাল ১০.১৫ টা নাগাদ গুলির শব্দ পান আবাসনের এক বাসিন্দা।

Shibpur Shibpur
Aajtak Bangla
  • শিবপুর ,
  • 19 Nov 2025,
  • अपडेटेड 1:01 PM IST
  • শিবপুরে আবাসনে শ্যুটআউট
  • এক যুবতী গুলিবিদ্ধ

হাওড়ার শিবপুরে অভিজাত আবাসনে গুলিবিদ্ধ গৃহবধূ। তাঁর গলায় গুলি লেগেছে। তিনি নিজেই গুলি চালিয়েছেন না কি অন্য কেউ মারার চেষ্টা করেছে, তা এখনও পরিষ্কার নয়। আহত অবস্থায় তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

শিবপুরের অভিজাত আবাসন আইডিয়াল গ্র্যান্ডে ডি ব্লকের পনেরো তলার ফ্ল্যাটে থাকেন পুনম যাদব নামের ওই যুবতী। স্বামী গোপাল যাদব ও এক শিশু সন্তানকে নিয়ে তাঁর সংসার। বুধবার সকাল ১০.১৫ টা নাগাদ গুলির শব্দ পান আবাসনের এক বাসিন্দা। এসে দেখেন গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন পুনম। তখন আবাসনের বাসিন্দা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

খবর দেওয়া হয় শিবপুর থানাতেও। পুলিশ এসে ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ওই পিস্তলটি গোপাল যাদবেরই। তবে লাইসেন্স আছে কি না তা জানা যায়নি। তদন্তকারীরা প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে গোপালকে গ্রেফতার করে। 

কিন্তু ওই যুবতী কীভাবে গুলিবিদ্ধ হলেন তা পরিষ্কার নয়। পুনম নিজেই গুলি চালিয়েছেন না কি স্বামীর দ্বারা আক্রান্ত তার তদন্ত শুরু হয়েছে। বাইরে থেকে আততায়ী এসে গুলি চালাতে পারে বলেও মনে করছেন স্থানীয়দের একাংশ। পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে। এখনই নিশ্চিতভাবে বলা যাবে না কীভাবে গুলি চলল বা কে চালিয়েছে। আশপাশের আবাসিকদের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে। 

স্থানীয় এক আবাসিক জানান, স্বামী-স্ত্রীর মধ্য়ে ঝামেলা চলছিল এমন কোনও তথ্য তাঁদের জানা নেই। কীভাবে পুনম গুলিবিদ্ধ হলেন সেটাও জানা যায়নি। সকালে গুলির শব্দ পাওয়ার পরই একজন আবাসিক পুনমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তিনিই পুলিশে খবর দেন। তদন্ত চলছে। 

 

Read more!
Advertisement
Advertisement