Advertisement

Shravani Mela Special Train: শ্রাবণী মেলায় তারকেশ্বর আর ভিড় ট্রেনে নয়, বিরাট ব্যবস্থা রেলের

আসন্ন শ্রাবণী মেলায় তারকেশ্বরে ভক্তদের বাড়তি ভিড় সামলাতে পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ একাধিক ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ১০ জুলাই থেকে শুরু হয়ে ১৮ অগাস্ট পর্যন্ত বিভিন্ন রবিবার, সোমবার ও উৎসবের নির্দিষ্ট দিনগুলিতে এই বিশেষ ট্রেন পরিষেবা চলবে।

তারকেশ্বর যাওয়ার জন্য ভক্তদের ভিড়। ফাইল ছবিতারকেশ্বর যাওয়ার জন্য ভক্তদের ভিড়। ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jul 2025,
  • अपडेटेड 4:36 PM IST
  • আসন্ন শ্রাবণী মেলায় তারকেশ্বরে ভক্তদের বাড়তি ভিড় সামলাতে পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ একাধিক ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
  • ১০ জুলাই থেকে শুরু হয়ে ১৮ অগাস্ট পর্যন্ত বিভিন্ন রবিবার, সোমবার ও উৎসবের নির্দিষ্ট দিনগুলিতে এই বিশেষ ট্রেন পরিষেবা চলবে।

আসন্ন শ্রাবণী মেলায় তারকেশ্বরে ভক্তদের বাড়তি ভিড় সামলাতে পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ একাধিক ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ১০ জুলাই থেকে শুরু হয়ে ১৮ অগাস্ট পর্যন্ত বিভিন্ন রবিবার, সোমবার ও উৎসবের নির্দিষ্ট দিনগুলিতে এই বিশেষ ট্রেন পরিষেবা চলবে।

হাওড়া – তারকেশ্বর রুটে চলবে চার জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন। হাওড়া থেকে এই ট্রেনগুলি ছাড়বে রাত ১২:৩০, ০২:৪০, ০৩:২০ ও ০৪:১৫ মিনিটে এবং তারকেশ্বরে পৌঁছাবে যথাক্রমে ০২:০০, ০৪:১০, ০৪:৫০ ও ০৫:৪৫ মিনিটে। শিব দর্শন শেষে ভক্তদের ফেরাতে তারকেশ্বর থেকে হাওড়াগামী ট্রেনগুলি ছাড়বে ভোর ০১:৩৫, ০২:১৭, ০২:৩০ ও সকাল ০৫:৫৫ মিনিটে।

এছাড়া, গঙ্গাজল সংগ্রহের কেন্দ্র শেওড়াফুলি থেকেও থাকবে বিশেষ ট্রেন পরিষেবা। শেওড়াফুলি – তারকেশ্বর রুটে চলবে পাঁচ জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন, যা সকাল ০৬:৫৫ থেকে সন্ধ্যা ১৯:৩৫ পর্যন্ত বিভিন্ন সময়ে ছাড়বে এবং প্রতিটি স্টেশনে থামবে। ফিরতি ট্রেনগুলি তারকেশ্বর থেকে ছাড়বে সকাল ০৫:৫৫ থেকে সন্ধ্যা ১৮:৩৫ পর্যন্ত।

এই বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত পূর্ব রেলওয়ের গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা তীর্থযাত্রীদের যাত্রা আরও সুশৃঙ্খল ও সুরক্ষিত করে তুলবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন এবং রেল কর্তৃপক্ষ মিলিতভাবে এই মেলাকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।


 

Read more!
Advertisement
Advertisement