Advertisement

Siliguri Boycott Bangladesh Poster: 'বয়কট বাংলাদেশ', শিলিগুড়িতে পোস্টারে ছয়লাপ, হোটেল-গাড়ি সব বন্ধ বাংলাদেশিদের জন্য

নতুন বছরের প্রাক্কালে শিলিগুড়ি জুড়ে পর্যটকদের থিকথিকে ভিড়। কারও গন্তব্য দার্জিলিং, কারও কালিম্পং, কার্শিয়াং, কারও আবার সিকিম। যাত্রী পরিবহণ বাস, গাড়িগুলিতে নাকা তল্লাশি। পর্যটকদের মালপত্র, ব্যাগ নামিয়ে তল্লাশি করতে দেখা যায় পুলিশকে। কড়া প্রহরায় মুড়িয়ে ফেলা হয় শিলিগুড়ি করিডোর। সর্বক্ষণের পর্যটন ব্যস্ত শহরে এহেন চিত্র নজিরবিহীন।

শিলিগুড়িতে বয়কট বাংলাদেশ পোস্টারশিলিগুড়িতে বয়কট বাংলাদেশ পোস্টার
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 02 Jan 2026,
  • अपडेटेड 11:43 AM IST

নতুন বছরের প্রাক্কালে শিলিগুড়ি জুড়ে পর্যটকদের থিকথিকে ভিড়। কারও গন্তব্য দার্জিলিং, কারও কালিম্পং, কার্শিয়াং, কারও আবার সিকিম। যাত্রী পরিবহণ বাস, গাড়িগুলিতে নাকা তল্লাশি। পর্যটকদের মালপত্র, ব্যাগ নামিয়ে তল্লাশি করতে দেখা যায় পুলিশকে। কড়া প্রহরায় মুড়িয়ে ফেলা হয় শিলিগুড়ি করিডোর। সর্বক্ষণের পর্যটন ব্যস্ত শহরে এহেন চিত্র নজিরবিহীন। শিলিগুড়ি জংশন জুড়ে বাস, গাড়ির মেলা, সকলেই নিজেদের গন্তব্যে পৌঁছতে দৌড়চ্ছে। এরই মধ্যে নজর পড়ল পান-বিড়ির দোকানে সাঁটানো 'বয়কট বাংলাদেশ' পোস্টার। 

শিলিগুড়ি বাসস্ট্যান্ড এলাকাজুড়ে পড়েছে 'বয়কট বাংলাদেশ' পোস্টার। শুধু তাই নয় একাধিক হোটেল, গাড়ি, টোটো, অটোতেও নজরে আসে এই পোস্টারগুলি। দিন কয়েক আগেই শিলিগুড়ির একাধিক হোটেলগুলিতে 'বাংলাদেশিদের জন্য প্রবেশ নিষেধ' পোস্টার লাগানো হয়। হোটেলগুলি তো বটেই গাড়ি, টোটোগুলিও বাংলাদেশি যাত্রী তুলতে নারাজ। এমনকি বাংলাদেশিদের খাওয়াদাওয়াও দিচ্ছে না হোটেলগুলি। সপ্তাহখানেক আগে স্থানীয় ব্যবসায়ীরা বাংলাদেশিদের কোনও রকম পরিষেবা না দেওয়ার দাবি তুলে 'বয়কট বাংলাদেশ' স্লোগান তোলেন। বিক্ষোভ দেখান। সপ্তাহ ঘুরলেও চিত্রটায় কোথাও বদল হয়নি।

শিলিগুড়ির মতো পর্যটনবান্ধব শহরে এহেন প্রতিবাদ কার্যত নজিরবিহীন। প্রসঙ্গত, বাংলাদেশে দীপু চন্দ্র দাসকে নৃশংস হত্যার প্রতিবাদে সামিল হন ব্যবসায়ীরা। তবে এ ধরনের কার্যকলাপের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস সহ সিপিএমও। 

দিনকয়েক ধরেই নাগরিক অসন্তোষের জেরে বাংলাদেশি নাগরিকদের ভারতে যাতায়াত কমতে শুরু করেছে। গত সোমবার উত্তরবঙ্গের বিভিন্ন চেকপোস্ট দিয়ে ৩৪ জন বাংলাদেশি নাগরিক এ পারে এসেছেন। ফিরে গিয়েছেন ২৯ জন। অভিবাসন দফতর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশি নাগরিকদের ভিসা ইস্যু করা বন্ধ রয়েছে। আগে আবেদন করা ব্যক্তিদেরই কেবল অনুমতি দেওয়া হচ্ছে। 
 

Read more!
Advertisement
Advertisement