Advertisement

Fake Army: সেনার উর্দি-আইডি কার্ড, মাটিগাড়ায় ধৃত ভুয়ো 'জওয়ান', ফোনে পাকিস্তানের নম্বরও

ছোটবেলা থেকেই সেনায় যোগ দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু সেনার পরীক্ষায় অকৃতকার্য হতে হয়েছে বারবার। শেষে ভুয়ো সেনা কর্মী সেজেই ঘুরে বেড়াত সে। এমনকী শিলিগুড়িতে বসে বাইরের দেশের বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগও রাখছিল। অবশেষে খবর পেয়ে সেনার গোয়েন্দা বিভাগ ও পুলিশের অভিযানে ধরা পড়ল এক যুবক। ধৃতের নাম ভাবেশ ঘাটানি।

ভুয়ো সেনা কর্মী সেজে পাকড়াও যুবকভুয়ো সেনা কর্মী সেজে পাকড়াও যুবক
প্রীতম ব্যানার্জী
  • শিলিগুড়ি,
  • 02 Jan 2026,
  • अपडेटेड 5:57 PM IST

ছোটবেলা থেকেই সেনায় যোগ দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু সেনার পরীক্ষায় অকৃতকার্য হতে হয়েছে বারবার। শেষে ভুয়ো সেনা কর্মী সেজেই ঘুরে বেড়াত সে। এমনকী শিলিগুড়িতে বসে বাইরের দেশের বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগও রাখছিল। অবশেষে খবর পেয়ে সেনার গোয়েন্দা বিভাগ ও পুলিশের অভিযানে ধরা পড়ল এক যুবক। ধৃতের নাম ভাবেশ ঘাটানি। জানা গিয়েছে, বুধবার শিলিগুড়ির মাটিগাড়ার একটি মল থেকে পাকড়াও করা হয় ওই যুবককে। সেই সময়ও সেনার পোশাক পরেই মলে ঘুরছিল দার্জিলিংয়ের বাসিন্দা ওই যুবক।

সেনা গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, ধৃত যুবক শুধু সেনা পোশাক পরেই ঘুরত না, একটি নকল সেনা পরিচয়পত্রও তৈরি করেছিল সে। তার কাছ থেকে সেনার উর্দি ও ভুয়ো পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানাচ্ছে, সেনায় যোগ দেওয়ার প্রবল ইচ্ছা থেকেই নিজের জন্য উর্দি ও পরিচয়পত্র বানিয়ে নিজেকে সেনা কর্মী হিসেবে পরিচয় দিত সে। 

সেনার গোয়েন্দারা তার ফোন ঘেঁটে একাধিক সন্দেহজনক নম্বর উদ্ধার করেছেন, যার মধ্যে দু'টি নম্বর পাকিস্তানের বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই যোগাযোগ কতটা গভীর ও এর পিছনে কোনও বড়সড় চক্রান্ত রয়েছে কি না, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে সেনা ও পুলিশ। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, বর্তমানে বাংলাদেশ উত্তপ্ত। আর সেই সময় চিকেনস নেকের কাছে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিভিন্নমহলে।

Read more!
Advertisement
Advertisement