Advertisement

Siliguri: বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে বেরিয়েছিল, রাতে জঙ্গলে মিলল নাবালিকার দেহ, শিলিগুড়িতে চাঞ্চল্য

শিলিগুড়ির উত্তরকন্যা সংলগ্ন জঙ্গল থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত নাবালিকার বয়স ১৪ বছর বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বান্ধবীদের সঙ্গে তিনবাত্তি মোড়ে বিরিয়ানি খেতে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়।

শিলিগুড়িতে নাবালিকার দেহ উদ্ধার।-ফাইল ছবিশিলিগুড়িতে নাবালিকার দেহ উদ্ধার।-ফাইল ছবি
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 02 Apr 2025,
  • अपडेटेड 1:19 PM IST
  • শিলিগুড়ির উত্তরকন্যা সংলগ্ন জঙ্গল থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
  • মৃত নাবালিকার বয়স ১৪ বছর বলে জানা গেছে।

শিলিগুড়ির উত্তরকন্যা সংলগ্ন জঙ্গল থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত নাবালিকার বয়স ১৪ বছর বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বান্ধবীদের সঙ্গে তিনবাত্তি মোড়ে বিরিয়ানি খেতে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। পথে তার পিসির সঙ্গেও দেখা হয়েছিল। কিন্তু বিকেল গড়িয়ে রাত হলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

এরপর নাবালিকার এক ঘনিষ্ঠ বন্ধু ফোন করে জানায় যে সে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে আসার পর শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে নাবালিকার দেহ উত্তরকন্যার পার্শ্ববর্তী জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে এবং তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, গলায় কালশিটের দাগও দেখা গেছে।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

অপরদিকে, নাবালিকার দুই ঘনিষ্ঠ বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কীভাবে নাবালিকা ওই জঙ্গলে পৌঁছল এবং তার মৃত্যুর পেছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement