Advertisement

SIR ফর্ম হারিয়ে গেলে বা ছিঁড়ে গেলে কী করবেন? সমাধান জানাল কমিশন

ইতিমধ্যেই ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে SIR-এর এনুমারেশন ফর্ম। কেউ কেউ ফিলআপ করে জমা করেছেন সেই ফর্ম। কেউ আবার বিভ্রান্তি নিয়ে বসে রয়েছেন। অনেকেরই প্রশ্ন, SIR ফর্ম হারিয়ে গেলে বা ছিঁড়ে গেলে কী করবেন? রইল জবাব।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Nov 2025,
  • अपडेटेड 11:50 AM IST
  • SIR ফর্ম হারিয়ে গেলে বা ছিড়ে গেলে কী করবেন?
  • লেখায় ভুল হলে, ফর্মে কাটাকুটি হলেই বা কী হবে?
  • নতুন করে ফর্ম মিলবে কি?

SIR প্রক্রিয়া চলছে রাজ্যে। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম হাতে পৌঁছে যাচ্ছেন BLO-রা। ফর্ম ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছেন। অনেকে ফিলআপ করে জমাও করে ফেলেছেন। তা সত্ত্বেও অনেকের মনে এখনও বিভ্রান্তি রয়েছে। অনেকেরই প্রশ্ন, এনুমারেশন ফর্মে লিখতে ভুল হলে কী করবেন? ঘটনাচক্রে ফর্ম ছিড়ে গেলে কি নতুন ফর্ম পাওয়া যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক। 

কোন ভাষায় SIR ফর্ম ফিলআপ করতে হবে?
ফর্ম ফিল আপ করার জন্য নির্দিষ্ট ভাষার ক্ষেত্রে আলাদা করে কোনও নির্দেশিকা নেই। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন, 'পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিত্ব আইনে ৩টি ভাষার কথা বলা আছে। কিছু বিধানসভায় বাংলা, কয়েকটিতে হিন্দু এবং কিছু জায়গায় ইংরেজি রয়েছে। সংশ্লিষ্ট ভাষাতেই ফর্ম ফিলআপ করা যাবে। তবে তা সত্ত্বেও কেউ যদি পুরোপুরি বাংলা, হিন্দি বা ইংরেজিতে করেন, তা নিয়ে কোনও অসুবিধে নেই। তবে বাংলা বা ইংরেজিতে করা সুবিধাজনক। কারণ রোলে যখন নাম আসবে তা মিলিয়ে নেওয়া যাবে। কারণ অনেক জায়গাতেই দেবনাগরী অক্ষরে রোল পাবলিশ হয়না।'

কোন কালিতে ফর্ম ফিলআপ করবেন?
অরিন্দম নিয়োগী বলেন, 'কালির বিষয়ে কোনও নির্দিষ্ট নির্দেশিকা নেই। কালো বা নীল দিয়ে লেখাই ভাল।'

ফর্ম ফিলআপে ভুল হলে, ফর্ম হারিয়ে গেলে বা ছিঁড়ে গেলে কী হবে?
কোনও তথ্য লেখায় ভুল হলে সেখানে পেন থ্রু করে পাশে সঠিক তথ্য লিখতে হবে। নতুন তথ্য লেখার পরে সেখানে সই করা বাধ্যতামূলক। বাংলায় প্রায় সাড়ে ৭ কোটি ভোটার। ফলে প্রত্যেক ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা নির্বাচন কমিশনের জন্য সহজ নয়। ফলে ফর্ম ছিড়ে গেলে বা হারিয়ে গেলে আর নতুন ফর্ম মিলবে না। যত্নে রাখতে হবে এনুমারেশন ফর্ম। কমিশনের পরামর্শ, যে ফর্মটিতে লেখায় ভুল হচ্ছে বা একটু বেশি কাটাকুটি হচ্ছে, তা ভোটার নিজের কাছে রাখতে পারেন। যেটিতে তুলনামূলক কম কাটাকাটি হয়েছে, তা BLO-কে দিয়ে দিতে পারেন। অথবা ফর্ম ফিলআপের আগে নিজের সুবিধার্থে একটি ফটোকপি করিয়ে রাখতে পারেন। সেই ফটোকপিতে ফিলআপ করা প্র্যাকটিস করে তারপর আসল ফর্ম ফিলআপ করতে পারেন। এটে কাটাকুটি হওয়ার বা লেখায় ভুল হওয়ার সম্ভাবনা কমবে। 

Advertisement

যে কোনও রকম সমস্যায় আপনার BLO-কে ফোন করার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্মের উপরেই রয়েছে আপনার BLO-র নাম এবং ফোন নম্বর। সেখানে যোগাযোগ করে সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন। 

 

Read more!
Advertisement
Advertisement