Advertisement

SIR হিয়ারিংয়ের দিনই জরুরি কাজ, শুনানিতে না গেলে কী হবে? জানাল কমিশন

SIR-এর খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। এবার রাজ্যজুড়ে চলছে শুনানি পর্ব। ইতিমধ্যেই প্রায় ৩৪ লক্ষ আনম্যাপিং ভোটারদের ডেকে পাঠানোর কাজ চলছে। শুনানিতে উপস্থিত থাকতে না পারলে কী হবে?

SIR হিয়ারিংয়ের দিন যেতে না পারলেই ভোটার কার্ড বাতিল?SIR হিয়ারিংয়ের দিন যেতে না পারলেই ভোটার কার্ড বাতিল?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jan 2026,
  • अपडेटेड 11:17 AM IST
  • আনম্যাপিং ভোটারদেরই শুনানির নোটিশ পাঠানো হয়ে গিয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
  • নির্দিষ্ট তারিখ উল্লেখ করে ভোটারদের নির্দিষ্ট জায়গায় হাজির থাকতে বলা হচ্ছে।
  • SIR হিয়ারিংয়ে উপস্থিতি থাকতে না পারলে কী হবে?

SIR-এর খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। এবার রাজ্যজুড়ে চলছে শুনানি পর্ব। ইতিমধ্যেই প্রায় ৩৪ লক্ষ আনম্যাপিং ভোটারদের ডেকে পাঠানোর কাজ চলছে। অধিকাংশ আনম্যাপিং ভোটারদেরই শুনানির নোটিশ পাঠানো হয়ে গিয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। নোটিশে একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করে ভোটারদের নির্দিষ্ট জায়গায় হাজির থাকতে বলা হচ্ছে। পাশাপাশি কোন কারণে শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে, তারও স্পষ্ট উত্তর দেওয়া হচ্ছে শুনানিতে। 

উল্লেখ্য বিষয় হল, নির্বাচন কমিশন যদি এই হিয়ারিংয়ে ডাকা ভোটারের নথি দেখে সন্তুষ্ট হয়, তবেই চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নাম থাকবে। নইলে নাম ডিলিট পর্যন্ত হয়ে যেতে পারে। শুনানির জন্য জেলাশাসক, মহকুমা শাসক ও বিডিও অফিসের মতো জায়গায় যেতে হবে।

SIR হিয়ারিংয়ে উপস্থিতি থাকতে না পারলে কী হবে?

শুনানির নোটিশে একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হচ্ছে। সেই তারিখেই নির্দিষ্ট জায়গায় উপস্থিত থাকতে হবে ভোটারকে। নির্দিষ্ট নথি নিয়ে উপস্থিত হতে হবে। কমিশনের পক্ষ থেকে কোনও প্রশ্ন করা হলে দিতে হবে তার উত্তরও। তবে কোনও ব্যক্তি যদি জরুরি প্রয়োজনে ওই তারিখে SIR হিয়ারিংয়ে উপস্থিতি থাকতে না পারেন, তবে তিনি তারিখ বদলানোর আবেদন করতে পারেন। নিজের BLO-এর সঙ্গে কথা বলেই এই আবেদন করা যেতে পারে।

কোনও ব্যক্তি রাজ্যের বাইরে থাকলে কী হবে?

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে,  পড়াশোনা ও চিকিৎসার কারণে যাঁরা সাময়িক ভাবে রাজ্যের বাইরে আছেন, যারা বেসরকারি চাকরির জন্য রাজ্যের বাইরে আছেন, যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারী ভিন রাজ্যে পোস্টিং রয়েছেন তাঁদের শুনানির ক্ষেত্রে ছাড় রয়েছে। তাঁদের সশরীরে শুনানিকেন্দ্রে হাজির না হলেও চলবে। এর পরিবর্তে পরিবারের কোনও ব্যক্তি নথি নিয়ে গেলেই কাজ হবে। তবে এক্ষেত্রে পরিবারের ওই ব্যক্তির সঙ্গে ভোটারের সম্পর্কের প্রামাণ্য নথি চাই। 

শুনানিতে কোন ধরনের নথি লাগবে?

কমিশনের তরফে জানানো হয়েছে, এসআইআর-এর জন্য যে ১৩টি নথির তালিকা প্রকাশ করা হয়েছিল, শুনানিতে তার মধ্যে যে কোনও একটি দেখালেই হবে। এই নথির তালিকা শুনানি নোটিশের পিছনেও উল্লেখ করা হয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement