Advertisement

SIR Factor on Matua Vote: SIR তো হচ্ছে, এবার কেন মতুয়া-উদ্বেগ BJP-তে? 'গোলমেলে অবস্থান' গেরুয়া শিবিরে

West Bengal Assembly Elections 2026: SIR  নিয়ে বিজেপি নেতারা উচ্ছ্বাস দেখালেও মতুয়া সম্প্রদায়ের ভোটের বিষয়টিতে অস্বস্তি বাড়ছে। যার নির্যাস, বিজেপি-কে হুঁশিয়ারি দিলেন খোদ নদিয়ার হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। অসীম নিজেও মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রতিনিধি। ২০২১ সালে তাঁর জয়ের পিছনেও এই ভোটব্যাঙ্কের আশীর্বাদ ছিল। অসীম বলছেন,'মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কোনও রকমভাবে যদি হেলাফেলা করা হয় তবে বিজেপিকে কিন্তু ছেড়ে কথা বলা যাবে না।'  

SIR: মতুয়াদের নিয়ে উদ্বেগ বিজেপি-র অন্দরেSIR: মতুয়াদের নিয়ে উদ্বেগ বিজেপি-র অন্দরে
অরিন্দম গুপ্ত
  • কলকাতা ,
  • 27 Oct 2025,
  • अपडेटेड 10:33 AM IST
  • বাংলায় ৪০টি আসনে ফ্যাক্টর মতুয়া
  • বাংলার মোট জনসংখ্যার ১৭ শতাংশ
  • শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা: কুণাল

পশ্চিমবঙ্গে SIR নিয়ে রাজনীতি তুঙ্গে। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তার ঠিক কিছু ঘণ্টা পরেই পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে স্পেশাল ইন্টেসিভ রিভিশন (SIR) ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে নির্ণায়ক ভূমিকায় রয়েছে মতুয়া সম্প্রদায়। ২০২১ সালের মতো ২০২৬ সালের ভোটেও তৃণমূল, বিজেপি সহ সব দলেরই টার্গেট মতুয়া। এহেন সময়ে  SIR নিয়ে কি 'সিঁদুরে মেঘ' দেখছে বিজেপি?

বাংলায় ৪০টি আসনে ফ্যাক্টর মতুয়া

বস্তুত, বাংলার ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে কম করে ৪০টি আসনে ফ্যাক্টর মতুয়ারা। এই আসনগুলি মূলত উত্তর ২৪ পরগনা, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনা কেন্দ্রিক। এছাড়া ২০টি এমন আসন রয়েছে, যেখানে মতুয়াদের প্রভাব পরোক্ষ ভাবে। এই আসনগুলি হুগলি জেলা ও উত্তরবঙ্গের কোচবিহার ও আশপাশের এলাকায় রয়েছে। 

বাংলার মোট জনসংখ্যার ১৭ শতাংশ

এর আগে CAA নিয়ে সংশয় তৈরি হয়েছিল অনেক মতুয়ার মনেই। SIR নিয়ে এবার নতুন করে আশঙ্কা। ইতিমধ্যেই বিজেপি ঘোষণা করেছে, পশ্চিমবঙ্গে ৭০০-র বেশি CAA  ক্যাম্প খুলবে বিজেপি। মতুয়ারা পূর্ববঙ্গ ও অধুনা বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী। জাতির বিচারে তাঁদের তফশিলি জাতিভুক্ত রাখা হয়েছে, নমঃশূদ্র। বাংলার মোট জনসংখ্যার ১৭ শতাংশ।

শুভেন্দু যখন ক্ষমতার স্বপ্ন দেখছেন, অসীম তখন হুঁশিয়ারি দিচ্ছেন 

SIR  নিয়ে বিজেপি নেতারা উচ্ছ্বাস দেখালেও মতুয়া সম্প্রদায়ের ভোটের বিষয়টিতে অস্বস্তি বাড়ছে। যার নির্যাস, বিজেপি-কে হুঁশিয়ারি দিলেন খোদ নদিয়ার হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। অসীম নিজেও মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রতিনিধি। ২০২১ সালে তাঁর জয়ের পিছনেও এই ভোটব্যাঙ্কের আশীর্বাদ ছিল। অসীম বলছেন,'মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কোনও রকমভাবে যদি হেলাফেলা করা হয় তবে বিজেপিকে কিন্তু ছেড়ে কথা বলা যাবে না।'  

এদিকে মতুয়াদের সংশয় সামাল দিচ্ছেন বিজেপি নেতা তথা ঠাকুর পরিবারের অন্যতম সদস্য শান্তনু ঠাকুর। তাঁর দাবি, SIR এ যদি কোনও মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটার লিস্টে নাম বাদ যায়, তাহলে   CAA-র মাধ্যমে তাঁকে পুনরায় নাগরিকত্ব দেওয়া হবে। বাংলাদেশ থেকে আসা কোনও হিন্দু উদ্বাস্তুর নাগরিকত্ব যাবে না। সিএএ ক্যাম্প নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, 'দেশ ভাগের সময় বা তার পরে যে পাপ করেছে কংগ্রেস, সেই পাপমুক্তি বা প্রায়শ্চিত্ত করছে বিজেপি। আমরা বাংলাদেশি উদ্বাস্তু হিন্দুদের পক্ষে। এটা আমাদের ঘোষিত অবস্থান। তার জন্য আমরা ক্যাম্প করব, অর্থ সাহায্য করব। বিজেপি যতক্ষণ আছে, ততক্ষণ একজন উদ্বাস্তু হিন্দুর কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না।'

Advertisement

কিন্তু তাতে তো চিঁড়ে ভিজছে না। বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলছেন, 'SIR হলে অবৈধ বাংলাদেশি মুসলিমদের নাম বাদ পড়বে। তাহলেই তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানো যাবে।' SIR নিয়ে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলায় ক্ষমতায় আসার 'খোয়াব' দেখছেন,তখন দলেরই বিধায় অসীম সরকার রণংদেহী মেজাজে।

শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা: কুণাল

এদিকে SIR ও মতুয়া নিয়ে যখন গোলমেলে অবস্থানে বিজেপি, তখন তৃণমূল কংগ্রেসও সুযোগের সদ্ব্যবহার করে নিচ্ছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, 'SIR এ সবচেয়ে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়াদের। সেটা বুঝে গিয়েছেন শান্তুনু ঠাকুর। এটা শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা। মতুয়াদের পুরোপুরি আমরা পাশে রয়েছি। মুখ্যমন্ত্রী তাঁদের পাশে রয়েছেন। বিজেপি দিশাহারা, বাংলার টাকা-বকেয়া উপেক্ষা করেছে। বাংলায় কথা বললে পুশব্য়াক করছে। এবার ভোটার তালিকায় কারচুপি করবে। লোককে দেখাচ্ছে মুসলিমদের টার্গেট করছে। কিন্তু হিন্দুরাও এবার বিপদে পড়ছে।' 


Read more!
Advertisement
Advertisement