
SIR ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম শাসক-বিরোধী। এমনই প্রেক্ষাপটে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে নতুন অভিযোগ। তৃণমূল কংগ্রেসের SIR সহায়তা ক্যাম্পের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তবে সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।
তৃণমূল সূত্রে খবর, SIR নথিকরণ প্রক্রিয়ায় সাধারণ মানুষকে সাহায্যের উদ্দেশ্যে রানিগঞ্জ থানার শিশুবাগান এলাকায় একটি সহায়তা কেন্দ্র খোলা হয়। ক্যাম্পে স্থানীয়রা এসে প্রয়োজনীয় নথি যাচাই ও আবেদন সংক্রান্ত পরামর্শ নিচ্ছিলেন। অভিযোগ, গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী চুপিসারে এসে ক্যাম্পের ব্যানার ছিঁড়ে ফেলে। তৃণমূল নেতৃত্বের দাবি, ঘটনার পিছনে রয়েছে বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা। তাঁদের কথায়, মানুষের সুবিধার জন্য তৈরি ক্যাম্পকে ক্ষতিগ্রস্ত করে কাজের গতি ব্যাহত করাই ছিল উদ্দেশ্য। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং তৃণমূল কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।
অন্যদিকে, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। তাঁদের পাল্টা দাবি, তৃণমূল নিজেরাই এই ভাঙচুরের ঘটনা সাজিয়ে বিজেপির বিরুদ্ধে দোষ চাপানোর চেষ্টা করছে। বিজেপির অভিযোগ, SIR ইস্যুকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। রাজনৈতিক ফায়দা তুলতেই এই ধরনের নাটক করা হচ্ছে বলে দাবি গেরুয়া শিবিরের।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে।
সংবাদদাতা: অনিল গিরি