Advertisement

Purulia: দুই ভাইকে মিলিয়ে দিল SIR, ৩৭ বছর পর পুর্নমিলন পুরুলিয়ায়

SIR ফিরিয়ে দিল বাড়ির বড় ছেলেকে। ৩৭ বছর পর পরিবার খুঁজে পেল বড় ছেলেকে। জানা যায়, পরিবারের ছোট ভাই প্রদীপ চক্রবর্তী ওই গ্রামের বুথ লেভেল অফিসার। এনুমারেশন ফর্মে প্রদীপের নাম ও মোবাইল নম্বর ছিল। বিবেক চক্রবর্তীর ছেলে কলকাতা থেকে যোগাযোগ করেন ছোট ভাই প্রদীপের সঙ্গে। তবে ফোন করার আগে পর্যন্ত তিনি জানতেনই না যে BLO তাঁর নিজের ছোট কাকু।

SIRSIR
Aajtak Bangla
  • পুরুলিয়া,
  • 22 Nov 2025,
  • अपडेटेड 7:10 PM IST

SIR ফিরিয়ে দিল বাড়ির বড় ছেলেকে। ৩৭ বছর পর পরিবার খুঁজে পেল বড় ছেলেকে। জানা যায়, পরিবারের ছোট ভাই প্রদীপ চক্রবর্তী ওই গ্রামের বুথ লেভেল অফিসার। এনুমারেশন ফর্মে প্রদীপের নাম ও মোবাইল নম্বর ছিল। বিবেক চক্রবর্তীর ছেলে কলকাতা থেকে যোগাযোগ করেন ছোট ভাই প্রদীপের সঙ্গে। তবে ফোন করার আগে পর্যন্ত তিনি জানতেনই না যে BLO তাঁর নিজের ছোট কাকু। প্রদীপের কাছে ২০০২ সালের তথ্য জানতে চায় বিবেকের পরিবার। সেই সময়ই অবাক কাণ্ড! বিবেক জানতে পারেন ওটি তার দাদা। পুরুলিয়া জেলার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের গোবরান্দা গ্রামের একটি পরিবারের কাছে।

বিএলও এবং ছোট ভাই প্রদীপ চক্রবর্তী, হৃদয়বিদারক বিচ্ছেদ এবং অলৌকিক সম্পর্কের কথা বর্ণনা করেন, "আমার বড় ভাই শেষবার ১৯৮৮ সালে বাড়িতে এসেছিলেন। তারপর থেকে আমাদের কোনও যোগাযোগ ছিল না। আমরা অনেক খোঁজাখুঁজি করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। কিছু অভিমান বা মতবিরোধের কারণে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে বাড়ি ছেড়ে চলে যান।"

তিনি বলেন, "যারা আমাকে বিএলও হিসেবে নিযুক্ত করেছেন, তাদের এবং নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাতে হবে, কারণ এই সরকারী প্রক্রিয়ার কারণেই আমরা আজ আমাদের হারিয়ে যাওয়া পরিবারের সদস্যকে ফিরে পেয়েছি। আমার বিএলও কাজের কারণে প্রতিটি ফর্মে আমার নাম এবং নম্বর ছিল। সেই কারণেই বিবেক চক্রবর্তীর ছেলে আমাকে তথ্যের জন্য ফোন করেছিল, এবং তখনই সে বুঝতে পারে যে সে তার কাকার সাথে কথা বলছে, এবং আমি বুঝতে পারি যে আমি আমার নিজের ভাগ্নের সাথে কথা বলছি।"

অবশেষে পুনর্মিলন হল দুই ভাইয়ের। ৩৭ বছরের বিচ্ছেদ, শোক এবং উত্তরহীন প্রশ্নের পর, দুই ভাই, প্রদীপ এবং বিবেক কথা বললেন। বিএলও নিয়ে অনেক নেতিবাচক খবরের মধ্যে এ এক খুশির খবর।

Advertisement
TAGS:
Read more!
Advertisement
Advertisement