
আর মাত্র ১০ দিন বাকি। ৪ ডিসেম্বর শেষ হতে চলেছে SIR প্রক্রিয়ার প্রথম ধাপ। অর্থাৎ এনুমারেশন ফর্ম ফিলআপ করে জমা দেওয়ার শেষ দিন। এরপর আগামী ৯ ডিসেম্বর প্রকাশিত হবে SIR-এর প্রথম খসড়া তালিকা। এই খসড়া তালিকা থেকে কার কার নাম বাদ যেতে পারে? তালিকা প্রকাশ করার পর কী করণীয়? কাদের ডাকা হবে শুনানিতে।
খসড়া তালিকায় কাদের নাম বাদ যাবে?
> এনুমারেশন ফর্ম যারা ৪ ডিসেম্বরের মধ্যে জমা করবেন না, তাদের নাম ৯ ডিসেম্বরে প্রকাশিত হতে চলা খসড়া তালিকা থেকে বাদ যাবে।
> এছাড়াও মৃত ভোটারদের নামও বাদ যাবে এই খসড়া তালিকা থেকে।
> এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি পৌঁছতে গিয়ে কোনও ঠিকানায় যাদের পাওয়া যায়নি, যাদের ফর্ম দেওয়া যায়নি, তাদের নাম থাকবে না খসড়া তালিকায়।
> ডাবল এন্ট্রি থাকা ভোটারদের নামও বাদ যাবে। অর্থাৎ একই ভোটারের নাম দু'টি বুথ বা দু'টি কেন্দ্রে পাওয়া গেলে, তাদের নাম বাদ পড়বে তালিকা থেকে।
কাদের নাম থাকবে খসড়া তালিকায়?
> এনুমারেশন ফর্ম জমা করলেই থাকবে নাম।
শুনানিতে কাদের ডাক পড়বে?
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এনুমারেশন পর্হ শেষ হওয়ার পর প্রকাশিত হবে খসড়া তালিকা। এরপর থেকে শুরু হবে শুনানি। আর সেই শুনানিতে ডাক পড়বে কাদের, তা নিয়ে প্রশ্ন রয়েছে ভোটারদের মনে।
> কমিশন জানিয়েছে, শেষ SIR ম্যাপিংয়ে অমিল হলে শুনানিতে ডাকা হবে।
> ২০০২ সালে নিজের নাম, বাবা-মা কিংবা অন্য কোনও আত্মীয়ের নাম না থাকলেও শুনানিতে ডাকা হবে।
> এনুমারেশন ফর্মের তথ্য এবং নির্বাচন কমিশনের তথ্যের অমিল হলে শুনানিতে যেতে হবে সেই ভোটারকে।